Shahnoor : শাহনূরের ভাই খুন
![]() |
শাহনূরের ভাই খুন |
শাহনূরের ভাই খুন
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ছিলেন শাহনূর। সম্প্রতি তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচিত হয়েছেন। এবার এই নায়িকার জীবনে এলো দুঃসংবাদ। তার ভাই খুন হয়েছেন। তবে তার আপন ভাই নন। খুন হওয়া ব্যক্তি শাহনুরের খালাতো ভাই।
৩১ মার্চ দুপুরে খুলনায় খুন হন শাহনূরের খালাতো ভাই। তার নাম সৈয়দ আলিফ রোহান। জানা গেছে, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন আলিফ। হাঙ্গামা২৪-এর খুলনা প্রতিনিধি সোহানা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে খালাতো ভাইয়ের মৃত্যুর খবরে কষ্ট পেয়েছেন চিত্রনায়িকা শাহনূর। তিনি তার ফেসবুক স্ট্যটাসে লেখেন, “সৈয়দ আলিফ রোহান, আমার খালাতো ভাই। আজ দুপুরে কে বা কারা তাকে কলেজ থেকে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আমরা তার হত্যার সঠিক বিচার চাই।”
শাহনূর আরও জানান, তার ভাই আলিফ খুলনা ফুলতলার এমএম কলেজের অনার্সের ছাত্র ছিলেন।
হাঙ্গামা/সানজানা