Sherin Celin : উদ্ধার হলো অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ
![]() |
Sherin Celin Mathew - শেরিন সেলিন ম্যাথিউ |
উদ্ধার হলো অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ
ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে শোক যেনো কাটছেই না। প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে তারকাদের মৃত্যুর তালিকা। পরপর দুদিন দুই অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিলো। সেই শোক কাটিয়ে ওঠার আগেই যেই তালিকায় যুক্ত হলো আরেক আলোচিত অভিনেত্রী শেরিন সেলিন ম্যাথিউর নাম।
ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির পরিচিত অভিনেত্রী শেরিন সেলিন ম্যাথিউ। এই অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হলো কেরালায় অবস্থিত তার নিজেরই ফ্ল্যাট থেকে। গত ১৭ মে (মঙ্গলবার) সকালে শেরিন সেলিনের ফ্ল্যাটমেটরা তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
এরপর উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই অভিনেত্রীর ফ্ল্যাটমেটদের সাথে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন ধরে বন্ধুদের সঙ্গে মনমালিন্য চলছিল তার। এসব কারণে বিষন্নতায় ভুগছিল শেরিন। এমন তথ্য পেয়ে কেরালার পুলিশ তার বন্ধুদের (যাদের সঙ্গে মনোমালিন্য চলছিল) জবানবন্দি গ্রহণ করেছে।
জানা গেছে, অভিনেত্রী শেরিন সেলিন ম্যাথিউ ছিলেন একজন রুপান্তরিত নারী। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী গত পাঁচ বছর ধরে কেরারায় বসবাস করছিলেন। রুপান্তরিত নারী হওয়ায় বাবা-মায়ের সঙ্গে থাকতে পারতেন না তিনি। তার এম অস্বাভাবিক মৃত্যুতে স্থানীয় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে কেরালা পুলিশ। তাদের প্রাথমিক ধারণা, বিষন্নতায় ভুগে আত্মহত্যা করেছেন শেরিন।
এমন রহস্যজনক মৃত্যুর মিছিল শুরু হয়েছে গত শুক্রবার দিবাগত রাত অর্থাৎ ১৪ মে। সেদিন কেরালার মডেল এবং মালায়লাম অভিনেত্রী সাহানার নিজস্ব ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তবে সাহানা আত্মহত্যা করেছেন নাকি হত্যা করা হয়েছে তা এখনো রয়েছে ধোয়াশায়। তার পরিবার দাবি করছে, সাহানাকে হত্যা করেছে তার স্বামী।
এরপরদিনই (১৫ মে) টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দের ভাড়া ফ্ল্যাট থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রশাসনের দফতর থেকে জানানো হয়েছে, পল্লবী আত্মহত্যা করেছে। আর আত্মহত্যার প্ররোচনাকারী হিসেবে পল্লবীর প্রেমিক সাগ্নিককে গ্রেফতার করেছে তারা। তবে পল্লবীর পরিবারের দাবি, সাগ্নিক তাকে হত্যা করেছে।
হাঙ্গামা/অভিজিৎ