Web Series : সাহসিকতার সীমা ছাড়ালো ‘চরমসুখ বিদায়’ (ভিডিও)

Pihu Kanojia - পিহু কানোজিয়া
Pihu Kanojia - পিহু কানোজিয়া

সাহসিকতার সীমা ছাড়ালো ‘চরমসুখ বিদায়’


আগে বিনোদন অঙ্গনে রাজত্ব করতো সিনেমা, নাটক ও টেলিফিল্ম। ইন্টারনেটের এই যুগে এগুলোর পাশাপাশি সংযোজন ঘটেছে নতুন মাধ্যম ও নতুন অনুষঙ্গের। করোনা মহামারীর সময় থেকে পরিচিতি পেয়েছে ওটিটি প্লাটফর্ম। যখন পুরো বিশ্ব ঘরবন্দী তখন মানুষকে বিনোদিত করেছে এ মাধ্যমটি। ওটিটির অন্যতম অনুষঙ্গ হচ্ছে ওয়েব সিরজি। যা খুব সহজেই দখল করেছে দর্শকদের হৃদয়। 

পুরো বিশ্বের মতো দক্ষিণ এশিয়ার বাজার দখল করেছে বিভিন্ন ওয়েব সিরিজ। দর্শকদের কথা মাথায় রেখে প্রতিদিনই মুক্তি পাচ্ছে বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ। ওটিটি মাধ্যমে তেমন ধরা বাধা নিয়ম না থাকায় নির্মাতারাও তাদের সিরিজে ইচ্ছেমতো দৃশ্য ধারণ করে প্রদর্শণ করতে পারছেন। আর এতে সাহসি কন্টেন্টের পরিমানও বাড়ছে।

নেটফ্লিক্স ও আমাজন প্রাইমের পাশাপাশি ভারতীয় উপমহাদেশে রয়েছে আরো বেশ কিছু ওটিটি প্লাটফর্ম। এরমধ্যে চরকি, বায়োস্কোপ, সিনেমাটিক, হইচই, উল্লু, প্রাইম শট, কোকু, হটস্টার, ডিজনি অন্যতম। তবে এরমধ্যে উল্লু এপে বরাবরই সাহসী গল্পের ও দৃশ্যের কন্টেন্ট প্রকাশ করা হয়। সেই ধারাবাহিকতায় ‘চরমসুখ বিদায়’ নামের নতুন একটি ওয়েব সিরিজ মুক্তি দিয়েছে এপটি। যা পূর্বের অশালীনতার সকল রেকর্ড ভেঙ্গে ফেলেছে। 

উল্লুতে মুক্তিপ্রাপ্ত ‘চরমসুখ বিদায়’ নামের এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভারতের খোলামেলা ও সাহসী অভিনেত্রী পিহু কানোজিয়া। এই ওয়েব সিরিজে জেসমিন নামক এক গ্রামের মেয়ের চরিত্রে রুপদান করেছেন তিনি। পাশপাশি এই ওয়েব সিরিজে রয়েছেন জয়শ্রী গায়কওয়াড় ও ধীরাজ কুমার রাই। এই ওয়েব সিরিজের প্রতি পরতে পরতে রয়েছে অন্তরঙ্গ শজ্যা দৃশ্য। এই সিরিজ এতোটাই সাহসী যে ভুল করেও পরিবারের সাথে দেখা যাবেনা।

এই সিরিজ প্রসঙ্গে পিহু কানোজিয়া হাঙ্গামা২৪-কে জানান, এই সিরিজে জেসমিন নামের একটি মেয়ের গল্প আছে। যে গ্রাম থেকে দূরে অন্য শহরের একটি ছেলেকে বিয়ে করে। জেসমিন এর ১০ দিন পর তার বাসায় ফিরে যায়। তার স্বামী তাকে ফিরিয়ে নিতে শ্বশুর বাড়িতে যায় কিন্তু জেসমিন আসতে অস্বীকার করে। জেসমিন তার মাকে বলে যে তার স্বামী পুরুষত্বহীন। অন্যদিকে জেসমিনের স্বামী নিজেকে সঠিক প্রমাণ করতে গ্রামের একটি মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে। একদিন জেসমিন রাতে গ্রামের ডাক্তারের কাছে যায় এবং তার স্বামীও তাকে চুপিসারে অনুসরণ করে। এ সময় জেসমিনের স্বামী জানতে পারেন যে গ্রামের ডাক্তারের সঙ্গে জেসমিনের সম্পর্ক রয়েছে। এমন গল্পেই এগিয়ে যায় সিরিজটি।




হাঙ্গামা/অভিজিৎ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url