Sadia Jahan Prova: সতর্ক করলেন প্রভা

Sadia Jahan Prova: সতর্ক করলেন প্রভা
Sadia Jahan Prova: সতর্ক করলেন প্রভা

সতর্ক করলেন প্রভা

স্টাফ রিপোর্টার: অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সক্রিয় সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি তার নামে ভুয়া আইডি নিয়ে বিপত্তির কথা জানিয়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক মন্তব্য, অর্থ চাওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় যুক্ত হন প্রভা। এ সময় তিনি জানান, তার নামের ফেক অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে যেন কেউ বিশ্বাস না করেন।

প্রভা বলেন, আমার নাম ও ছবি দিয়ে অনেকগুলো ফেইক আইডি দেখেছি। এমনকি আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হচ্ছে, আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন। এগুলো মোটেও আমার নয়।’

ফেইক অ্যাকাউন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেইক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু এসব নকল প্রোফাইল বন্ধ করুন।’

ভক্তদের সতর্ক করে বলেন, ‘ভুয়া আইডি থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা বিশ্বাস করবেন না। আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। দয়া করে, বিচার করবেন না।’

প্রসঙ্গত, সামনে দুটি চলচ্চিত্রে দেখা যাবে প্রভাকে। বর্তমানে সিনেমাগুলোর শুটিং নিয়েই ভীষণ ব্যস্ত অভিনেত্রী। এর একটি সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমা ‘দেনা পাওনা’, অন্যটি ঝুমুর আসমা জুঁইয়ের পরিচালনায় ‘দুই পয়সার মানুষ’।
Previous Post
No Comment
Add Comment
comment url