Shakib Khan : এবার শাকিবের নায়িকা হলিউডের নিকোল কিডম্যান
![]() |
শাকিবের নায়িকা নিকোল কিডম্যান |
এবার শাকিবের নায়িকা হলিউডের নিকোল কিডম্যান
বেশ কয়েকমাস ধরে দেশের বাইরে রয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’র শুটিং শেষ করেই উড়াল দিয়েছিলেন সুদূর যুক্তরাষ্ট্রে। শোনা গিয়েছিলো সেখানে স্থায়ী হতে নিয়ম অনুযায়ী ৬ মাস থাকবেন সে দেশেই। বেশ কিছু সূত্র বিষয়টি নিশ্চিত করলেও এ প্রসঙ্গে স্পষ্ট করে কিছুই বলেন নি শাকিব।
আজ ২৮ মার্চ জনপ্রিয় এই চিত্রনায়কের ৪৩ তম জন্মদিন। জীবনের এই বিশেষ দিনটিতেও দেশে নেই শাকিব খান। তবে এবারের জন্মদিন উদযাপন করছেন যুক্তরাষ্ট্রেই। বিশেষ এ দিনে ভক্তদের জন্য নতুন চমক দিলেন ঢালিউড কিং খান শাকিব। ঘোষণা দিলেন নতুন সিনেমার। ‘রাজকুমার’ শিরোনামের এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নিকোল কিডম্যান।
২৮ মার্চ (সোমবার) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি কনভেনশন সেন্টারে নতুন এ সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। এটি নির্মাণ হবে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে। ‘রাজকুমার’ ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করবেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন। এসব তথ্য নিশ্চিত করেছেনে সিনেমাটির সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।
‘রাজকুমার’ সিনেমার অন্যতম একজন প্রযোজক জাকারিয়া মাসুদ। সংবাদমাধ্যমে তিনি বলেন, “শাকিব খানকে নিয়ে যে সিনেমার মহরত হবে, সেটি একটি আন্তর্জাতিক মানের সিনেমা হবে। এই সিনেমা শুধু বাংলাদেশে নয়, যুক্তরাষ্ট্রের সবগুলো সিনেমা হল, মধ্যপ্রাচ্য, ভারতসহ অনেক দেশে মুক্তি পাবে। বাংলাদেশের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এই সিনেমা।”
তিনি আরো বলেন, “শাকিবের সঙ্গে এটি আমার প্রথম প্রজেক্ট। গত ২০ বছর নাটকসহ অনেক অনুষ্ঠান প্রযোজনা করেছি। এবারই প্রথম সিনেমা নির্মাণে হাত দিয়েছি। এই সিনেমায় আমেরিকার একজন জনপ্রিয় নায়িকা থাকবেন। তিনি শাকিবের বিপরীতে অভিনয় করবেন। আশা করছি আগামী জুলাইয়ের শুরুতেই শুটিং শুরু করতে পারবো। বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নিতে এটি আমাদের ছোট্ট প্রয়াস।”
উল্লেখ্য, নিকোল কিডম্যানের পুরো নাম নিকোল ম্যারি কিডম্যান। তিনি মূলত অস্ট্রেলীয় বংশদ্ভুত একজন অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক ও গায়িকা। ১৯৮৯ সালের থ্রিলারধর্মী চলচ্চিত্র ডেড কাম এবং থ্রিলার মিনি ধারাবাহিক ব্যাংকক হিল্টনে অভিনয় করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে ডেজ অব থান্ডার (১৯৯০), ফার অ্যান্ড অ্যাওয়ে (১৯৯২) ও ব্যাটম্যান ফরেভার (১৯৯৫) অন্যতম। এই অভিনেত্রী একাধিকবার একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার, বাফটা পুরস্কার এবং বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হন।
হাঙ্গামা/এলেক্স