Coke Studio : কোক স্টুডিওতে হাশিম মাহমুদের গান
![]() |
Coke Studio : কোক স্টুডিওতে হাশিম মাহমুদের গান |
কোক স্টুডিওতে হাশিম মাহমুদের গান
সংগীতাঙ্গন প্রতিবেদক: গত বছর প্রকাশ্যে আসে ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি। এর পরপরই গানটি সবার মুখে মুখে করে ছড়িয়ে পড়ে সর্বত্র। আলোচনায় আসেন গানের স্রষ্টা হাশিম মাহমুদও। তার লেখা ও সুরে গানটির সংগীতায়োজন করেছিলেন ইমন চৌধুরী আর কণ্ঠ দিয়েছিলেন এরফান মৃধা শিবলু। সুপারহিট এই গানের কারিগররা আবারও ফিরলেন নতুন গান নিয়ে।
গতকাল শনিবার সন্ধ্যায় কোক স্টুডিও বাংলা থেকে হয় প্রকাশ করা হয় তাদের নতুন গান ‘কথা কইয়ো না’। এটি লিখেছেন হাশিম মাহমুদ আর সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী। গেয়েছেন এরফান মৃধা শিবলু। সঙ্গে ময়মনসিংহ গীতিকা ‘বারো মাসে বারো ফুল রে’ নিয়ে যুক্ত হয়েছেন লোকসংগীতশিল্পী আলেয়া বেগম। গানের কথায় ফুটে উঠেছে প্রিয়জনকে দেখার আকুতি।
গানটি প্রসঙ্গে ইমন চৌধুরী বলেন, ‘কোক স্টুডিও বাংলার মাধ্যমে আমরা শিল্পীরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যেখানে আমরা সংগীতের বিভিন্ন উপাদান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারি। বিভিন্ন ধারার প্রতিভাবান শিল্পীদের সঙ্গে কাজ করা, আমাদের জন্য খুবই অনুপ্রেরণার।’
এরফান মৃধা শিবলু বলেন, ‘আমি হাশিম ভাইয়ের সঙ্গে অনেক দিন ধরেই কাজ করছি। তার গানের কথা খুব সাধারণ যা সবার হৃদয় ছুঁয়ে যায়। এমন জনপ্রিয় একটি প্ল্যাটফর্মে তার লেখা গান গাইতে পেরে খুব আনন্দিত।’
আলেয়া বেগম বলেন, ‘শহুরে সুরের সঙ্গে আমাদের লোকসংগীতের শিকড়কে মিশিয়ে জাদুকরী একটা গান তৈরি হয়েছে। এই গানের সঙ্গে সবার মন নেচে উঠবে বলে আমার বিশ্বাস।’
হাঙ্গামা/জেনিফার