Malaika Arora : কেমন পুরুষ পছন্দ মালাইকার?

Malaika Arora : কেমন পুরুষ পছন্দ মালাইকার?
Malaika Arora : কেমন পুরুষ পছন্দ মালাইকার? 



বিনোদন ডেস্ক: বলিউডের গ্ল্যামার দুনিয়ার অন্যতম স্টাইল আইকন মালাইকা আরোরা আবারও আলোচনায়। অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থামছে না। সম্প্রতি গুঞ্জন উঠেছে- মালাইকার জীবনে নাকি এসেছে নতুন প্রেম, হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে তার নাম জড়িয়েছে বলিউড অঙ্গনে। খবর টাইমস এন্টারটেইনমেন্টের।

তবে প্রেমের গুঞ্জনের মাঝেই আবারও সামনে এসেছে মালাইকার ‘পছন্দের পুরুষ’ নিয়ে খোলামেলা বক্তব্য। অতীতের এক সাক্ষাৎকারে এই বলিউড সুন্দরী জানিয়েছিলেন, আমি একটু রুক্ষ আর ধারালো চেহারার পুরুষ পছন্দ করি। খুব ফর্সা, পরিপাটি বা গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।

শুধু তাই নয়, মালাইকার মতে, পুরুষের ব্যক্তিত্বে থাকতে হবে সাহস আর আত্মবিশ্বাস। তিনি বলেন, আমার এমন কাউকে ভালো লাগে যে প্রকাশ্যে সাহস করে ‘ফ্লার্ট’ করতে পারে, এবং যে ভালো চুমু খেতে জানে।

এছাড়াও অভিনেত্রীর মতে, তার পছন্দের পুরুষ হবেন স্পষ্টবাদী, মুখে থাকবে শক্ত চোয়াল, আর মনেও থাকবে রোম্যান্সের ছোঁয়া।

দ্বিতীয় বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে মালাইকা বলেন, আমি খুবই রোম্যান্টিক মানুষ। ভালোবাসায় বিশ্বাস করি। ভবিষ্যতে কী হবে, তা সময়ই বলবে।

অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর থেকেই মালাইকার সঙ্গে হর্ষ মেহতার ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে অভিনেত্রী এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেননি।
Previous Post
No Comment
Add Comment
comment url