Rubina Dilaik : সড়ক দুর্ঘটনায় আহত ‘ছোট বউ’ খ্যাত রুবিনা
![]() |
Rubina Dilaik : সড়ক দুর্ঘটনায় আহত ‘ছোট বউ’ খ্যাত রুবিনা |
সড়ক দুর্ঘটনায় আহত ‘ছোট বউ’ খ্যাত রুবিনা
বলিউড প্রতিবেদক: মুম্বাইয়ের রাস্তায় ব্যাক্তিগত গাড়ি নিয়ে কাজে যাচ্ছিলেন ‘বিগ বস’ জয়ী অভিনেত্রী রুবিনা দিলাইক। এসময় একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন অভিনেত্রী। তার গাড়িটিও দুমড়ে-মুচড়ে যায়।
গণমাধ্যমে এই দুর্ঘটনার খবর জানিয়েছে রুবিনার স্বামী অভিনব শুক্লা। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে।
পরবর্তীতে টুইটারে রুবিনা লেখেন, ‘আঘাতের কারণে আমার মাথায় ও পিঠের নিচের দিকে আঘাত লেগেছে। তবে মেডিকেল পরীক্ষা করার পর দেখি সব কিছু ঠিক আছে। তাই কিছুটা অবাক হয়েছিলাম।’
তিনি আরো লিখেছেন, ‘বেপরোয়া ট্রাকচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আপনাদের সকলকে রাস্তায় সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি (হাত ভাঁজ করা ইমোজি)। আমাদের নিজেদের নিরাপত্তার জন্যই সচেতন হওয়া প্রয়োজন!’
উল্লেখ্য, হিন্দি টেলিভিশনের পর্দায় ‘ছোট বহু’ ধারাবাহিকের বদৌলতে দর্শকদের কাছে বেশ পরিচিতি পান রুবিনা দিলাইক। তিনি ‘বিগ বস ১৪’র বিজয়ীও। গত বছর ‘আর্ধ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী।
Rubina Dilaik - রুবিনা দিলাইক |
Rubina Dilaik - রুবিনা দিলাইক |
Rubina Dilaik - রুবিনা দিলাইক |
Rubina Dilaik - রুবিনা দিলাইক |
Rubina Dilaik - রুবিনা দিলাইক |
হাঙ্গামা/প্রিয়াঙ্কা