Anupam Roy : তৃতীয় বিয়ে করছেন অনুপম রায়
![]() |
Anupam Roy : তৃতীয় বিয়ে করছেন অনুপম রায় |
তৃতীয় বিয়ে করছেন অনুপম রায়
নিজস্ব প্রতিনিধি: কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক অনুপম রায় আবারও বিয়ে করতে যাচ্ছেন। জানা গেছে, আগামী ২ মার্চ সাতপাকে বাঁধা পড়বেন তিনি। পাত্রীর নাম প্রশ্মিতা পাল। পেশায় তিনিও সংগীতশিল্পী।
এর আগে ২০১৫ সালে স্বাস্থ্যকর্মী ও সংগীতশিল্পী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। একই কলেজে পড়ার সুবাদে দুজনের পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম। সেই প্রেম পরিণতি পায় ২০১৫ সালে। বিয়ের ৬ বছর পর বিচ্ছেদের ঘোষণা দেন পিয়া ও অনুপম দম্পতি। এর আগেও একবার বিয়ের পিড়িঁতে বসেছিলেন অনুপম। সে হিসেবে এটি শিল্পীর তৃতীয় বিয়ে।
গত বছরের নভেম্বরে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনুপমের সাবেক স্ত্রী পিয়া। যদিও আগে থেকেই তাদের পরকীয়া প্রেমের গুঞ্জন ছিলো সেখানকার সিনেমাপাড়ায়।
ক্লাইম্যাক্স/প্রিয়াঙ্কা