Article 370 : মুসলিম দেশে নিষিদ্ধ ‘আর্টিক্যাল ৩৭০’, কেমন ব্যবসা করছে ছবিটি?
![]() |
Article 370 : মুসলিম দেশে নিষিদ্ধ ‘আর্টিক্যাল ৩৭০’, কেমন ব্যবসা করছে ছবিটি? |
মুসলিম দেশে নিষিদ্ধ ‘আর্টিক্যাল ৩৭০’, কেমন ব্যবসা করছে ছবিটি?
নিজস্ব প্রতিবেদক: বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম অভিনীত ছবি ‘আর্টিক্যাল ৩৭০’ মুক্তি পেয়েছে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি)। ছবিটি ইতোমধ্যে বক্স অফিসে সাড়া ফেলেছে। জানা গেছে, ছবিটি রোববার পর্যন্ত মাত্র তিনদিনে আয় করেছে ২২ দশমিক ৮০ কোটি টাকা। শুধুমাত্র রোববারেই এ ছবির আয় ৯ দশমিক ৫০ কোটি টাকা। ইতোমধ্যে পুরো বিশ্বে এ ছবি ব্যবসা করেছে ৩৩ দশমিক ৭০ কোটি টাকা।
ভারতে ভালো ব্যবসা করলেও ছবিটি উপসাগরীয় মুসলিম দেশগুলোতে নিষিদ্ধ করা হয়েছে। সে তালিকায় রয়েছে বাহরাইন, কুয়েত, ইরাক, ওমান, কাতার ও সৌদি আরব। তাদের অভিযোগ, ছবিতে দেখানো হিংসা, স্পর্শকাতর বিষয়ের কারণে সেখানকার মানুষদের ভাবাবেগে যাতে আঘাত না লাগে সেজন্যই ছবিটি নিষিদ্ধ করা হয়েছে। তবে আরব আমিরাতে দেখা যাচ্ছে ‘আর্টিক্যাল ৩৭০’।
এ ছবিতে ইয়ামি গোয়েন্দা কর্মকর্তা জুনি হকসারের চরিত্রে অভিনয় করেছেন। ৩৭০ ধারা এবং জম্মু ও কাশ্মিরের পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে এ ছবি। ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মির রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে এবং জম্মু-কাশ্মির ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে।
ক্লাইম্যাক্স/তনুশ্রী