Anushka Sharma: অবসরে যাচ্ছেন আনুশকা!

Anushka Sharma: অবসরে যাচ্ছেন আনুশকা!
Anushka Sharma: অবসরে যাচ্ছেন আনুশকা!

Anushka Sharma: অবসরে যাচ্ছেন আনুশকা!


এন্টারটেইনমেন্ট ডেস্ক: দীর্ঘ আট বছর বলিউডের পর্দা থেকে দূরে আনুশকা শর্মা। ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ দিয়েই প্রত্যাবর্তনের কথা ছিল তার। তবে সেই সিনেমার ভবিষ্যৎ অন্ধকারে থাকায় ‘জিরো’ নায়িকার কামব্যাকের পরিকল্পনা আপাতত অতীত। আনুশকাকে দেখার আশায় ভক্তদের যখন প্রায় চাতক পাখির দশা, এমন সময়ে অভিনেত্রী নিজেই দিলেন নয়া ইঙ্গিত।

‘পর্দার ঝুলন’ বলছেন, মাতৃত্বে এত সুখ যে অন্য কোনও ভূমিকা আর তার চাই না। স্বাভাবিকভাবেই তার এমন মন্তব্যে অবসরের জল্পনা উসকে দেয়। কিন্তু হঠাৎ কেন একথা বললেন অভিনেত্রী? 

আসলে অভিনয়ের পাশাপাশি মা হিসেবেও এখন গুরুদায়িত্ব আনুশকা শর্মার। মেয়ে ভামিকা বড় হচ্ছে। সম্প্রতি পাঁচ বছরে পা দিয়েছে। অন্যদিকে ছেলে অকায়ও আগামী ফেব্রুয়ারিতে দু’ বছরে পা দিতে চলেছে। এ কারণে মা হিসেবে আনুশকার দায়িত্ব যে বেড়েছে, তা বলাই বাহুল্য। সন্তানদের ক্যামেরার আলো থেকে দূরে রাখতে বছর দেড়েক ধরেই লন্ডনে রয়েছেন আনুশকা ও তার স্বামী ক্রিকেটার বিরাট কোহলি। সন্তান, সংসারের পাশাপাশি নায়িকা আধ্যাত্মিক চর্চাতেও মন দিয়েছেন বর্তমানে।

বলিউডের কোনও হাইপ্রোফাইল পার্টি, অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও গত ছয়-সাত বছরে অনুশকাকে দেখা যায়নি। তখন থেকেই অভিনেত্রীর অভিনয় ক্যারিয়ারকে ‘বিদায়’ জানানোর গুঞ্জন। এবার অবশ্য নিজেই সেই জল্পনাতে ঘি ঢাললেন আনুশকা।

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘মাতৃত্বসুখেই জীবন বদলেছে। আর আমি আমার এমন কোনও ভূমিকা কিংবা অবতারে ফিরে যেতে চাই না, যা আমার সন্তানকে চেনে না।’

এমন মন্তব্যেই কৌতূহলীদের প্রশ্ন, তাহলে কি এবার পাকাপাকিভাবে বলিউড ছাড়লেন আনুশকা শর্মা? যদিও বিগত কয়েক বছরে বহুবার এমন গুঞ্জনে তোলপাড় হলেও নায়িকা এ বিষয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন। নীরবেই লাইমলাইট থেকে দূরে বিরাটের সঙ্গে সুখের সংসার করছেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url