Tina Datta : সোশ্যাল মিডিয়ায় ফের ঝড় তুললেন টিনা

Tina Datta : সোশ্যাল মিডিয়ায় ফের ঝড় তুললেন টিনা
Tina Datta : সোশ্যাল মিডিয়ায় ফের ঝড় তুললেন টিনা

Tina Datta : সোশ্যাল মিডিয়ায় ফের ঝড় তুললেন টিনা


এন্টারটেইনমেন্ট ডেস্ক: বাঙালি অভিনেত্রী টিনা দত্ত ফের একবার প্রমাণ করলেন, তিনি শুধু ছোটপর্দার আদর্শ পুত্রবধূই নন, একই সঙ্গে সোশ্যাল মিডিয়ার একজন হট অ্যান্ড বোল্ড স্টাইল আইকনও। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন টিনা, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ভক্তদের মধ্যে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে তাঁর এই নতুন লুক ঘিরে।

ভাইরাল হওয়া ছবিগুলিতে টিনাকে দেখা গিয়েছে লাল ঝলমলে পোশাকে, অন্ধকার ব্যাকগ্রাউন্ডের মাঝে যা আরও বেশি করে নজর কেড়েছে। এই ছবিগুলিতে তিনি ব্যবহার করেছেন ন্যুড মেকআপ, যা তাঁর স্বাভাবিক সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে। বড় কানের দুল, কাজল টানা চোখ এবং আত্মবিশ্বাসী এক্সপ্রেশন—সব মিলিয়ে টিনাকে যেন একেবারে মোহময়ী লাগছে। নেটিজেনদের একাংশের মতে, এই লুকেই টিনা নিজের গ্ল্যামার কোশেন্ট আরও এক ধাপ উপরে তুলে দিলেন।

যদিও পর্দায় তাঁকে বহুবার আদর্শ, শান্ত ও সংসারী চরিত্রে দেখা গিয়েছে, বাস্তব জীবনে টিনা যে যথেষ্ট বোল্ড ও সাহসী—তা তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলেই স্পষ্ট। ব্যক্তিগত জীবনে ফ্যাশন ও স্টাইল নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তিনি। সাহসী পোশাক থেকে শুরু করে আধুনিক ফটোশুট—সবেতেই টিনার আত্মবিশ্বাস চোখে পড়ার মতো।

টিনার অভিনয়জীবনের শুরুটা হয়েছিল বাংলা টেলিভিশনেই। খুব অল্প বয়সেই তিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করেছিলেন। এরপর কেরিয়ারের নতুন অধ্যায় শুরু করতে তিনি পাড়ি দেন মুম্বইয়ে এবং হিন্দি ধারাবাহিকে অভিনয় শুরু করেন। সেখানেও খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন টিনা। বিশেষ করে টিভিতে একজন আদর্শ পুত্রবধূর চরিত্রে অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন।

হিন্দি ধারাবাহিকে অভিনয়ের সুবাদে টিনার জনপ্রিয়তা শুধু বাংলা নয়, গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ২৮ লক্ষেরও বেশি, যা তাঁর জনপ্রিয়তারই প্রমাণ। নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি, আর সেই কারণেই তাঁর প্রতিটি পোস্ট ঘিরে তৈরি হয় আলাদা উন্মাদনা।

সাম্প্রতিক এই ফটোশুটও তার ব্যতিক্রম নয়। ছবিগুলি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন টিনাকে। কেউ তাঁর লুকের প্রশংসা করেছেন, কেউ আবার মন্তব্য করেছেন তাঁর আত্মবিশ্বাস ও স্টাইল সেন্স নিয়ে। অনেকেই মনে করছেন, সময়ের সঙ্গে সঙ্গে টিনা নিজেকে আরও বেশি করে নতুনভাবে তুলে ধরছেন।

সব মিলিয়ে বলা যায়, অভিনয় হোক বা ফ্যাশন—দুই ক্ষেত্রেই টিনা দত্ত নিজের জায়গা শক্তভাবে ধরে রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই নতুন অবতার আবারও প্রমাণ করল, কেন তিনি আজও দর্শকের কাছে এতটা জনপ্রিয় এবং আলোচনার কেন্দ্রে।

হাঙ্গামা/সানজানা
Previous Post
No Comment
Add Comment
comment url