Padma Bridges : ছাড়পত্র না পেয়ে নাম বদল ‘পদ্মা সেতু’র

ছাড়পত্র না পেয়ে নাম বদল ‘পদ্মা সেতু’র
ছাড়পত্র না পেয়ে নাম বদল ‘পদ্মা সেতু’র

ছাড়পত্র না পেয়ে নাম বদল ‘পদ্মা সেতু’র


বাংলাদেশের স্বপ্নের সেতু ‘পদ্মা সেতু’। এই সেতুকে কেন্দ্র করে ক্রমশ সহজ হয়ে উঠছে দক্ষিণ বাংলার মানুষে জনজীবন। বদলে যাচ্ছে এই দীর্ঘজনসমষ্ঠির জীবনাচার। স্বপ্নের এই সেতু উঠে এসেছে সাহিত্যেও। বর্তমান সময়ের কবি সাহিত্যিকরা এই সেতুকে কেন্দ্র করে লিখছেন গান, কবিতা ও গল্প। এমনকি নির্মিত হয়েছে সিনেমাও। 

নির্মাতা বড়ুয়া মনোজিত ধীমন বাংলাদেশের বৃহত্তম এই সেতু নিয়ে নির্মাণ করেছেন চলচ্চিত্র। যার নাম রেখেছিলেন ‘পদ্মা সেতু’। সিনেমাটির সকল কাজ শেষে এবছরের জুলাই মাসের প্রথম সপ্তাহে ছাড়পত্রের জন্য সিনেমাটি জমা দিয়েছিলেন সেন্সর বোর্ডে। ২১ জুলাই বোর্ড সদস্য সিনেমাটি দেখার পর প্রদর্শনের জন্য অনুমতি দেননি। 

সেন্সর বোর্ডের ছাড়পত্র না পেয়ে এবার ‘পদ্মা সেতু’র নাম পরিবর্তন করে নতুন নাম দিয়েছেন এ সিনেমার নির্মাতা। এ প্রসঙ্গে নির্মাতা বড়ুয়া মনোজিত ধীমন জানান, এ সিনেমার নাম বদলে ‘পদ্মা পাড়ি’ নামে নতুনভাবে সেন্সরে জমা দেয়ার প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘‘সেন্সর বোর্ড সিনেমাটির ছাড়পত্র দেয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষের মতামত নেওয়ার পক্ষে মত দেন।’’

এর পরিপ্রেক্ষিতে, ৭ আগস্ট কর্তৃপক্ষের মনোনীত প্রতিনিধিবৃন্দ চলচ্চিত্রটি দেখেন এবং তাদের মতামত প্রদান করেন। প্রতিনিধিবৃন্দের মতামত ১২ অক্টোবর অনুষ্ঠিত সভায় উপস্থাপন করা হলে বোর্ড সভায় সদস্যগণ উক্ত মতামতের সাথে একমত পোষণ করেন। পাশাপাশি চলচ্চিত্রের নাম পরিবর্তনসহ কিছু কর্তন ও সংযোজন করার নির্দেশনা দেয় তারা।

সেন্সর বোর্ডের এসব আপত্তির প্রেক্ষিতে আপিলে না গিয়ে কিছু দৃশ্যে কাটছাঁট করে এবং নাম বদলে এবার সেন্সরবোর্ডে জমা দেওয়ার কথা বললেন ধীমন। তিনি বলেন, ‘‘উপায় নেই। সেন্সর বোর্ডের সিদ্ধান্ত আমাকে মানতেই হবে। নইলে ছবিটি ছাড়পত্র পাবে না। আমরা একটা ছবি নির্মাণ করি দর্শকের জন্য। দর্শক হলে গিয়ে ছবিটি দেখলে আমাদের পরিশ্রম স্বার্থক হয়। দর্শককে ছবিটি দেখানোর জন্যই সব মেনে নিচ্ছি।’’

এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অলিভিয়া মাইশা ও সাঞ্জু জন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হিমেল রাজ, খুকু, রায়হান মুজিব, আনোয়ার সিরাজী, শান্তা পাল, শাহিন, সাইফুল প্রমুখ।

হাঙ্গামা/মৃদুলা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url