Rafiath Rashid Mithila : শাকিব খানকে নিয়ে মুখ খুললেন মিথিলা

এবার শাকিব খানকে নিয়ে মুখ খুললেন মিথিলা
এবার শাকিব খানকে নিয়ে মুখ খুললেন মিথিলা

এবার শাকিব খানকে নিয়ে মুখ খুললেন মিথিলা


ঢালিউড সুপারস্টার শাকিব খান তার দুই তারকা স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী- কারো সাথেই সম্পর্কে নেই। সে কথা ইতোমধ্যে তিনি নিজেই গণমাধ্যমে পরিষ্কার করেছেন। তিনি তার ভক্ত ও সমালোচনাকারীদের নিকট প্রশ্ন রেখেছেন, ‘‘আমার অপছন্দের কাজ করে সবার কাছে আমাকে ছোট করার পরও কি তাদের সঙ্গে সম্পর্ক রাখা যায়?’’ এমন বক্তব্যে তার অন্ধ ভক্তরা খুশি হলেও অন্যান্য অনেকেই সন্তুষ্ট হতে পারেননি দেশ সেরা এই নায়কের এমন অযুহাতে। 

শাকিব খানের এমন শাক দিয়ে মাছ ঢাকা অযুহাত নিয়ে আলোচনা চলছে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে। বেশিরভাগ সচেতন মানুষই তার এমন বক্তব্যের অসমর্থন করেছেন এবং নিন্দা জানিয়েছেন। এবার সে প্রসঙ্গে আপত্তি জানিয়েছেন দুই বাংলার ব্যস্ত অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলাও। জনপ্রিয় এই অভিনেত্রী বলছেন, শাকিব খান ‘অতিরিক্ত আত্মরতি’তে ভুগছেন। তার বক্তব্যে ‘বিষাক্ত পৌরুষত্ব’-র গন্ধ স্পষ্ট!

অপু বিশ্বাস, বুবলী ও তাদের দুই ছেলেকে নিয়ে শাকিব খান সংবাদমাধ্যমে মুখ খোলার পর থেকে ফের বিতর্ক শুরু হয়েছে। তার বক্তব্যের এক অংশ ছবি আকারে ফেসবুকে আপলোড করেন ব্রাকের কার্যনির্বাহী পরিচালক আসিফ সালেহ। তার সেই পোস্ট নিজের ফেসবুক পাতায় শেয়ার করেছেন মিথিলা। আর সেখানেই শাকিব খানকে নিয়ে সমালোচনা করেছেন তিনি। 

প্রথম আলোকে দেয়া শাকিব খানের সাক্ষাৎকারের একটি অংশে তার বলা কথার ‘আমি’, ‘আমার’, ‘আমাকে’ শব্দগুলোর নীচে লাল দাগ দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন আসিফ সালেহ। যেখানে স্পষ্ট, শাকিব শুধুই নিজেকে নিয়ে ভাবছেন। তার কোনো কথায় বুবলী বা অপুকে নিয়ে কোনো ভাবনা নেই। উল্টো তিনি তাদের উপরেই যাবতীয় দোষ চাপিয়ে দিয়েছেন। সাধারণত, নিজেকে অতিরিক্ত ভালবাসলে এই ধরনের কথা শোনা যায়। সারা কথায় অভিনেতা শুধুই ‘আমিত্ব’-এ ভরা। যেন, এক জন পুরুষ তার দাবি ঘোষণা করছেন!

এই ছবি পোস্ট করে তার ক্যাপশনে আসিফ লিখেছেন, ‘‘এর নাম Toxic Masculinity! যেখানে সবকিছুই ‘আমি’ = পুরুষ কেন্দ্রিক। নারীর ইচ্ছা বা মতামত সবার পরে। বিষাক্ত পুরুষতন্ত্র আছে সমতন্ত্র নাই।’’ তার এই পোস্ট শেয়ার করে মিথিলাও এর পূর্ণ সমর্থন করলেন এবং এর ক্যাপশনে তিনি দুটি হ্যাশট্যাগ ব্যবহার করে লিখলেন, ‘‘#ToxicMasculinity #narcissisticpersonalitydisorder’’

অপু এবং পরে বুবলীকে গোপনে বিয়ে করে দুটি সন্তান জন্ম দিয়েছেন শাকিব। বহুল বিতর্কিত এই নায়ক দুজনার সাথেই সম্পর্ক শেষ করার কথা বলতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি অপু-বুবলি শাকিবের একরোখা পুরুষতান্ত্রিকতার শিকার? আর এই শিশু সন্তানদেরই বা অপরাধ কি? তাদের ভবিষ্যতই বা কী?

হাঙ্গামা/মৃদুলা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url