Janhvi Kapoor : ২৫ বছরেই ৪ পুরুষ; আর কত?
![]() |
| Janhvi Kapoor - জাহ্নবী কাপুর |
২৫ বছরেই ৪ পুরুষ; আর কত?
বলিউডের তরুণ তারকা অভিনেত্রীদের মধ্যে জাহ্নবী কাপুর অন্যতম। মেগাস্টার শ্রিদেবীর কন্যা হওয়ায় ইন্ডাস্ট্রিতে জায়গা পেতে তেমন একটা কাঠ-খড় পোড়াতে হয়নি। খুব অল্প সময়ের মধ্যেই নিজের অবস্থান শক্ত করে ফেলেছেন তিনি। অভিনয়েও পাকা এই অভিনেত্রী। তার অভিনীত প্রায় সব সিনেমাই প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। তবে তিনি বেশিরভাগসময় চর্চায় থাকেন তার খোলামেলা পোশাক ও ব্যাক্তিগত জীবন নিয়ে।
তরুণ অভিনেত্রী হলেও ইতোমধ্যেই একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে তার। ২৫ বছর বয়সেই শ্রীদেবী কন্যার জীবনে এসেছেন অসংখ্য পুরুষ। আর সে কারণেই নেটিজেনদের চর্চায় রয়েছেন তিনি। বিভিন্ন সময় পাপারাজিৎদের ক্যামেরায় একেক পুরুষের বাহুডোরে ধরা পড়েছেন এই নায়িকা। সে হিসেব অনুযায়ী তার সঙ্গ পাওয়া পুরুষের সংখ্যা চার জন। এতে প্রশ্ন উঠেছে এই বয়সেই ৪ পুরুষ; বাকি জীবনতো পরেই আছে? আর কত?
অভিনেতা ঈশান খট্টরের বিপরীতে অভিনয় করেন ‘ধড়ক’ সিনেমায়। এটিই তার প্রথম সিনেমা। সেসময় সিনেমা পাড়ার বাইরেও ঘনিষ্টভাবে মিশতে দেখা যেত তাদের। তাদের মধ্যে গোপন সম্পর্কের কথাও শোনা গিয়েছিলো তখন। তবে তারা দুজনের কেউই সে কথা প্রকাশ্যে স্বীকার করেননি। তখন তারা একে অপরের ভালো বন্ধু বলেই দাবি করেছিলেন।
ঈশান খট্টরের পর জাহ্নবী কাপুরের নাম জড়ায় ওরহানের সাথে। তাদের সম্পর্কের কথা বহুবার উঠে এসেছে মিডিয়াতে। বিভিন্ন অনুষ্ঠানেও তাদের দুজনকে ঘনিষ্টভাবে দেখা গেছে। তবে এ সম্পর্কের ক্ষেত্রেও প্রকাশ্যে মুখ খোলেননি দুজনার কেউই। এবারও তারা নিজেদেরকে ভালো বন্ধু হিসেবেই দাবি করে এসেছেন। সামাজিক মাধ্যম ঘাটলে এখনো তাদের একাধিক ঘনিষ্ঠ ছবি পাওয়া যায়।
জাহ্নবীর ছোটবেলার বন্ধু ছিলেন অক্ষত রঞ্জন। বাল্যকাল থেকেই তারা দুজন খুবই ঘনিষ্ঠ ছিলেন। তাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুজনারই ছিলো মুখস্থ। গুঞ্জন আছে কিশোর বয়স থেকেই তারা সম্পর্কে আবদ্ধ ছিলেন। শ্রীদেবী কন্যা সিনেমায় নাম লেখানোর পর দুজনার সম্পর্কে সাময়িক ভাটা পড়ে। অবশ্য সেই অভিমান ভেঙ্গে দুজনে আবার মিলিত হন। তাদের এ সম্পর্কের কোনো নাম না থাকলেও বিভিন্ন পার্টিতে তাদের একসাথে দেখা যায়। তবে অক্ষতকেও নিজের ছেলেবেলার বেস্ট ফ্রেন্ড হিসেবেই দাবি করে এসেছেন এই অভিনেত্রী।
এই তিন পুরুষ ছাড়াও জাহ্নবীর জীবনে এসেছেন শিখর পাহাড়িয়া। বেশ অনেকবারই তআদের গোপন সম্পর্কের কথা উঠে এসেছে মিডিয়ায়। গভীর রাতে একটি হোটেলে পাপারাজ্জিদের ক্যামেরায় ঘনিষ্ঠভাবে ধরা পড়েন পাহাড়িয়া ও জাহ্নবী। কিন্তু এক্ষেত্রেও দুজনার কেউই কিছু স্বীকার করেননি। বরং একে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন তারা।
হাঙ্গামা/অভিজিৎ
