Alia-Ranbir : আলিয়া-রণবীরের ঘরে এলো কন্যা সন্তান; কি নাম তার?

আলিয়া-রণবীরের ঘরে এলো কন্যা সন্তান; কি নাম তার?
আলিয়া-রণবীরের ঘরে এলো কন্যা সন্তান; কি নাম তার?

আলিয়া-রণবীরের ঘরে এলো কন্যা সন্তান; কি নাম তার?


বেশ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন বলিউড তারকা অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী আলিয়া ভাট। সে সম্পর্কের জল নানা ঘাটে গড়িয়েছিলো। তাদের ঘনিষ্ঠ মেলামেশার কারনে এক পর্যায়ে অন্তঃস্বত্ত্বাও হয়ে পড়েছিলেন আলিয়া। এরপর চলতি বছরের ১৪ এপ্রিল দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তারা।

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় তাদের গাটছড়া বাঁধার সেই অনুষ্ঠান। সেই বিয়ের ৬ মাস না যেতেই সন্তান ভূমিষ্ট করলেন আলিয়া। তাদের ঘর আলো করে এসেছে এক কন্যা সন্তান। ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। ৬ নভেম্বর (রোববার) সকাল ৮টার দিকে এইচএন রিল্যায়ান্স হাসপাতালে তাকে ভর্তি করেন রণবীর কাপুর। এই হাসপাতালে যাওয়ার মুহূর্তে একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তারা। যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে অনলাইন দুনিয়ায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কোনো ঝামেলা ছাড়াই সন্তানের জন্মদিয়েছেন ২৯ বছর বয়সী মা আলিয়া ভাট। প্রথমে সিজার করার চিন্তা থাকলেও তা করতে হয়নি। প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

আলিয়াকে হাসপাতালে নেয়ার পরপরই সেখানে উপস্থিত হন রণবীর ও আলিয়ার পরিবারের সদস্যরা। আলিয়া নিজেই আগে থেকে প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দিতে চেয়েছেন, তাই অপেক্ষার প্রহর ছিল আরো দীর্ঘ। তবে শেষ পর্যন্ত কোনো সমস্যা ছাড়াই মুম্বাইয়ের বিলাসহুল হাসপাতালের লেবার রুমে কান্না শোনা যায় আলিয়ার নবজাতক কন্যার।

সন্তান জন্ম দেয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন আলিয়া। নিজের ইনস্টাগ্রামে তাদের নতুন সন্তানের ছবি পোস্ট করে এই নায়িকা লেখেন, ‘‘আমাদের জীবনের সেরা খবরটা এল— আমাদের সন্তান এসেছে, সে যেন এক আশ্চর্য মেয়ে, সদ্য অভিভাবক হয়ে আমরা শুভেচ্ছার বন্যায় ভাসছি! সকলকে রণবীর-আলিয়ার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।’’

জন্মের পরই বাচ্চার নাম রাখা নিয়ে শুরু হয়ে গেছে প্রতিযোগীতা। দুই পরিবারের পক্ষ থেকেই উপস্থাপন করা হচ্ছে বিভিন্ন ধরনের নাম। সামাজিক মাধ্যমেও তাদের ভক্ত-অনুরাগিরা বেশ কিছু নাম সাজেস্ট করছেন। কিন্তু কন্যার বাবা-মা এখুনি তাদের সন্তানের নাম নিয়ে মাথা ঘামাচ্ছেন না। এখন দেখার বিষয় রাণালীয়ার সন্তানের কি নাম রাখেন তারা!

হাঙ্গামা/অভিজিৎ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url