Jeet: নিজেকে বদলাতে পারেননি জিৎ || শিমুল চৌধুরী ধ্রুব
![]() |
Jeet: নিজেকে বদলাতে পারেননি জিৎ || শিমুল চৌধুরী ধ্রুব |
নিজেকে বদলাতে পারেননি জিৎ || শিমুল চৌধুরী ধ্রুব
কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির প্রধান তিন সুপারস্টার প্রসেনজিৎ, জিৎ, দেব। এরমধ্যে প্রসেনজিৎ নিজেকে ভেঙ্গে অভিনয়ে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। যার ফলে সিনেমা দুনিয়া পেয়েছে অটোগ্রাফ, বাইশে শ্রাবণ, জাতিস্মর, জুলফিকার, প্রাক্তনের মতো অনবদ্য বেশকিছু সিনেমা।
তার দেখাদেখি দেবও নিজেকে ভেঙ্গে নিয়মিত নতুন করে গড়ার চেষ্টা করছেন। জুলফিকার সিনেমায় তার অনবদ্য অভিনয় যেনো নতুন দেবের আগমনেরই বার্তা। সে বার্তা মিছে হয়নি। বাংলা সিনেমার দর্শক পেয়েছে কবীর, গোলন্দাজ, কিশমিশ, প্রজাতির মতো কয়েকটি সিনেমা।
একধাচের একঘেয়ে অভিনয় দিয়ে বৈশ্বিক বাজারে টিকে থাকা অসম্ভব এটা প্রসেনজিৎ, দেব বুঝে গিয়েছিলেন। অবশ্য মেঝো ‘সুপারস্টার’ জিৎও বুঝেছেন, তবে তা এখনো উপলব্ধি করেন নি বলেই আমার মনে হয়। তার অসুর ছবিটি দেখে মনে হয়েছিলো নিজেকে নতুন করে তৈরি করার চেষ্টা করছেন তিনি। কিন্তু না, তিনি তার প্রযোজনার সিনেমায় কিছু দৃশ্যের ডেভেলপ করলেও নিজের অভিনয়ের উন্নতি মোটেও করতে পারেন নি। বরং অবনতিই হয়েছে।
আজ তার 'রাবন' দেখলাম। এ সিনেমায় তার অভিনয় যতোটা বাজে লেগেছে, আর কোনো সিনেমায় অতোটা লাগেনি। এছাড়া দুই অভিনেত্রীর এক্সপ্রেশন, চিত্রনাট্য, পরিচালনা সবই ফালতু লেভেলের। শুধু মেকাপ, কালার, লোকেশন এগুলোই ছিলো দেখার মতো। আশাকরি জিৎ নিজের ঘাটতিগুলো বুঝতে পারবেন। নিজেকে আরো পরিণত করবেন। শুভকামনা তারজন্য।
আর হ্যাঁ, আরেকটা আশা আমার। সিনেমার টাইটেলে ‘সুপারস্টার জিৎ’ লেখার কোনো দরকার নেই। এটা দৃষ্টিকটু লাগে।
হাঙ্গামা/ধ্রুব