Suhana Khan: আইনি জটিলতায় শাহরুখ কন্যা!

Suhana Khan: আইনি জটিলতায় শাহরুখ কন্যা!
Suhana Khan: আইনি জটিলতায় শাহরুখ কন্যা!


এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান কন্যা সুহানা খান আইনি জটিলতায়, খবরটি ছড়িয়ে পড়তে স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। জানা গেছে, আলিবাগে একটি জমি কেনা নিয়ে সমস্যায় জড়িয়েছেন তিনি।



আলিবাগে একটি জমি কিনেছিলেন কিং খান কন্যা। মুম্বাই থেকে প্রায় ৮৯ কি.মি. দূরে প্রায় ১৩ কোটি টাকায় জমিটি কিনেছিলেন তিনি।


তবে এই জমির মালিকানা নাকি প্রশাসনের এবং শুধুমাত্র কৃষিকাজের ক্ষেত্রেই ব্যবহার করা যেত। তবে সুহানা নাকি জমিটি কিনেছিলেন তিন বোন অঞ্জলি, রেখা ও প্রিয়ার থেকে। উত্তরাধিকার সূত্রে যারা তাদের বাবা-মায়ের থেকে জমিটি পেয়েছিলেন বলে জানা গেছে। যদিও বিষয়টি নিয়ে নানা দ্বন্দ্ব রয়েছে।

ইতোমধ্যেই প্রায় ৭৮ লাখ টাকা দিয়ে জমির স্ট্যাম্প ডিউটি সেরেছেন সুহানা। তবে শোনা গেছে, সুহানাকেও নাকি একজন ‘কৃষক’ হিসেবে দেখানো হয়েছে। তাই ইতোমধ্যেই শুরু হয়েছে তদন্ত। শিগগিরই রিপোর্ট পেশ করা হবে বলেও জানা যাচ্ছে। যদিও এটাই সুহানার কেনা প্রথম জমি। শুধু তাই নয়, একটা ১০ কোটি টাকার বাড়িও কিনেছিলেন আলিবাগে সুহানা।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত শাহরুখ বা সুহানার পক্ষ থেকে কোনও রকম বিবৃতি দেওয়া হয়নি।

হাঙ্গামা/সামি
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url