Kubbra Sait : একরাতের পরিচয়ে অন্তঃসত্ত্বা হয়েছিলেন কুবরা!

Kubbra Sait : একরাতের পরিচয়ে অন্তঃসত্ত্বা হয়েছিলেন কুবরা!
Kubbra Sait : একরাতের পরিচয়ে অন্তঃসত্ত্বা হয়েছিলেন কুবরা!


একরাতের পরিচয়ে অন্তঃসত্ত্বা হয়েছিলেন কুবরা!

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘সেক্রেড গেমস’-এ রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করেছিলেন ভারতীয় অভিনেত্রী কুবরা সৈত। প্রশংসা পেয়েছিলেন অভিনয়ের জন্য। তারপর ‘ফর্জি’, ‘দ্য ট্রায়াল’, ‘দেবা’র মতো সিরিজ ও সিনেমায় কাজ করেছেন তিনি।

পর্দায় এই অভিনেত্রী সাহসী চরিত্রে অভিনয়ের পাশাপাশি বাস্তবেও নিয়েছিলেন সাহসী সিদ্ধান্ত। ৩০ বছর বয়সে গর্ভপাত করিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলাখুলি কথাও বলেছেন কুবরা।

গর্ভপাতের সেই সিদ্ধান্ত নিয়ে নেতিবাচক ভাবনা তাড়া করে বেড়াত তাকে। কিন্তু বর্তমানে কুবরা মনে করেন, তিনি ঠিক পথই বেছে নিয়েছিলেন।  

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, বেশ কয়েক বছর হয়ে গেছে এই ঘটনার। এ নিয়ে ভাবার এবং এই ভাবনা থেকে বেরিয়ে আসার বহু সময় পেয়েছি। কিন্তু এই ধরনের ঘটনার মুখোমুখি হলে, নানা রকমের দ্বন্দ্ব ঘিরে ধরে। চারপাশ নিয়ে নানা রকমের ভাবনা আসতে থাকে। নিজের কী কী দায়িত্ব, সমাজ কী ভাবে দেখছে- এই সব নিয়ে ঠিক ও ভুলের মধ্যে নানা দ্বন্দ্ব লেগে থাকে।

একরাতের পরিচয় থেকে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন কুবরা। ঘটনার কথা নিজের আত্মজীবনীতে জানিয়েছিলেন তিনি। গর্ভপাত করানোর সময়ে কুবরা জানতেন না তিনি ঠিক করছেন না কি ভুল। কিন্তু আজ তিনি আত্মবিশ্বাসী।

গর্ভপাতের সিদ্ধান্ত সঠিক ছিল, এই উপলব্ধি পর্যন্ত পৌঁছোনোর আগে নানা পথ পার করতে হয়েছিল কুবরাকে। অভিনেত্রী জানান, নিজের মনের মধ্যে থাকা দ্বন্দ্ব, নিজের অভিজ্ঞতা, এগুলো লিখলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে।

এই অভিনয়শিল্পীর কথায়, লেখার পরে বুঝলাম, আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা নিয়ে নিজের প্রতি একটু বিনয়ী হওয়া দরকার আমার।  

এর আগে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে কুবরা জানিয়েছিলেন, ২০১৩ সালে আন্দামানে ঘুরতে গিয়েছিলেন। সেই সময়ে স্কুবা ড্রাইভিং করার পর এক বন্ধুর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন তিনি। এর কিছুদিন পরই অভিনেত্রী জানতে পারেন তিনি মা হতে চলেছেন। কিন্তু সেই সময়ে এত বড় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না তিনি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url