Zaira Wasim : বিয়ে করলেন ধর্মের জন্য মিডিয়া ছাড়া অভিনেত্রী জায়রা ওয়াসিম

Zaira Wasim : বিয়ে করলেন ধর্মের জন্য মিডিয়া ছাড়া অভিনেত্রী জায়রা ওয়াসিম
Zaira Wasim : বিয়ে করলেন ধর্মের জন্য মিডিয়া ছাড়া অভিনেত্রী জায়রা ওয়াসিম


বিয়ে করলেন ধর্মের জন্য মিডিয়া ছাড়া অভিনেত্রী জায়রা ওয়াসিম

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে জায়রা ওয়াসিমের বলিউড যাত্রা শুরু ১৪ বছর বয়সেই। সিনেমাতে আমির খানের কন্যার চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন জায়রা ওয়াসিম।

‘সিক্রেট সুপারস্টার’সহ পরপর দুটি সফল সিনেমাতে অভিনয় করার পরই অভিনয়কে বিদায় জানান এই অভিনেত্রী। জানিয়েছিলেন, অভিনয় ছেড়ে তিনি ধর্মে মনযোগী হতে চান। অভিনয় ছেড়ে দেওয়ার পাঁচ বছর পর বিয়ের পিঁড়িতে বসলেন জায়রা ওয়াসিম।

সামাজিকমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন প্রাক্তন এই অভিনেত্রী। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের দুটি মুহূর্তের ছবি পোস্ট করেন তিনি।

ছবিতে দেখা গেছে, কনের পরনে লাল রঙের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক। বর পরেছিলেন ঘিয়ে রঙের শেরওয়ানি। তবে দু’জনেই দাঁড়িয়ে রয়েছেন পিছন ফিরে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, মেহেদী রাঙা নববধূর হাত বিয়ের কাগজে স্বাক্ষর করছেন। মেহেদি করা হাতে জ্বলজ্বল করছে হীরার আংটি।

এই ছবিগুলোর ক্যাপশনে জায়রা শুধু লেখেন, ‘কবুল হ্যায়’। এই পোস্টের পরই মন্তব্যের ঘরে ভক্ত ও অনুরাগীরা তাকে শুভেচ্ছায় সিক্ত করেছেন। তবে অভিনেত্রী কাকে বিয়ে করেছেন, সেই তথ্য এখনও প্রকাশ্যে আনেননি। ছবির পাত্রের নাম, পরিচয়, পেশা কিংবা মুখ কিছুই প্রকাশ করেননি তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জায়রা ওয়াসিম। গীতা ফোগাটের কিশোরী বেলার চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। এরপর ‘সিক্রেট সুপারস্টার’ (২০১৭) সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেও বিপুল প্রশংসা কুড়ান। তার শেষ সিনেমা ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url