মাস্টার সুমন: হারিয়ে যাওয়া এক শিশুশিল্পীর নাম || আমিনুল ইসলাম জুয়েল
![]() |
| মাস্টার সুমন: হারিয়ে যাওয়া এক শিশুশিল্পীর নাম || আমিনুল ইসলাম জুয়েল |
মাস্টার সুমন: হারিয়ে যাওয়া এক শিশুশিল্পীর নাম || আমিনুল ইসলাম জুয়েল
আজিজুর রহমান পরিচালিত 'ছুটির ঘন্টা' ছায়াছবিতে স্কুলের টয়লেটে আটকে পড়ে মৃত্যু হওয়া সেই ছাত্র খোকনের কথা মনে আছে? আজ তাঁকে নিয়েই আমার ছোট্ট এই আয়োজন।
নামটি তাঁর সুমন সাহা! মাস্টার সুমন নামেই অধিক পরিচিত। সুমন একজন চলচ্চিত্র অভিনেতা। পিতা প্রখ্যাত সুরকার সত্য সাহা। মাতা রমলা সাহা চলচ্চিত্রের প্রযোজক। ছোটো ভাই ইমন সাহা সুরকার হিসেবে চলচ্চিত্রাঙ্গণে যথেষ্ট সুনাম অর্জন করেছেন।
মূলত একজন শিশুশিল্পী হিসেবে ১৯৭২ সালে আজিজুর রহমান পরিচালিত 'অপরাধ' চলচ্চিত্রে সুমন তাঁর কর্মজীবন শুরু করেছিলেন রূপালি ভুবনে।
১৯৮০ সালের 'অশিক্ষিত' চলচ্চিত্রে শিশু চরিত্রে অভিনয়ের সুবাদে তিনি শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে আজাদ রহমান শাকিলের সাথে যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
অভিনীত উল্লেখযোগ্য অন্যান্য চলচ্চিত্রসমুহ - বন্ধু, অশিক্ষিত, ছুটির ঘণ্টা, রাম রহিম জন, পুরস্কার প্রভৃতি।
সুমন বর্তমানে স্ত্রী শুভ্রা ও দুই মেয়েসহ আমেরিকায় বসবাস করছেন প্রায় আড়াই যুগ ধরে। তাঁর মেয়েরা বিশ্ববদ্যালয়ের গন্ডি পেরিয়ে এখন কর্মজীবনে স্বাবলম্বি।
সেদিনের মাস্টার সুমন যদি এদেশের চলচ্চিত্রে আজও ভুমিকা রাখতেন তবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে পারতেন বহুলাংশে। তাঁর সেই সুযোগ-সম্ভাবনা দুটোই ছিল যথেষ্ট।
