Sreeleela : অবিবাহিত শ্রীলীলা তিন সন্তানের মা

Sreeleela : অবিবাহিত শ্রীলীলা তিন সন্তানের মা
Sreeleela : অবিবাহিত শ্রীলীলা তিন সন্তানের মা


Sreeleela : অবিবাহিত শ্রীলীলা তিন সন্তানের মা

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে ‘কিসিক’ গানে শ্রীলীলা হিল্লোল তুলেছিল ভক্তদের হৃদয়ে। বয়স মাত্র ২৪, এরইমধ্যে কর্মজীবনে সাফল্য পেয়েছেন। অবিবাহিত শ্রীলীলা ২০২৫ সালে পরিচয় করিয়ে দিয়েছিলেন তার তিন কন্যাসন্তানের সঙ্গে। ২১ বছর বয়সে প্রথম মা হন তিনি। কিন্তু, প্রথম নিজের সন্তানদের কথা প্রকাশ করেন গত বছর জন্মদিনে। এবার শ্রীলীলা জানালেন সন্তানদের আড়ালে রাখার কারণ।

২০১৯ সালে নিজের প্রথম সিনেমা ‘কিস’-এর সময় তিনি একটি অনাথ আশ্রমে গিয়েছিলেন। সেখানেই গুরু আর শোভিতা নামে দুই শিশুর খোঁজ পান।

এ বিষয়ে পরে সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, দেখামাত্র বিশেষ ক্ষমতাসম্পন্ন দুই শিশুর প্রতি মায়া জন্মায় তার। মনে হয়, দত্তক নিলে দুই শিশুর জীবন আরও উন্নত হতে পারে। সেই অনুভূতিই তাকে বিয়ের আগে দুই সন্তানের মায়ের আসনে বসিয়েছে। ২০২৫ সালে আবারো এক কন্যাসন্তানকে দত্তক নিয়েছেন শ্রীলীলা।

শ্রীলীলার কথায়, ‘আমি ওদের সঙ্গে থাকি না, কিন্তু ওদের অসম্ভব ভালো করে যত্ন নেওয়া হয়। আসলে প্রথমে আমি কাউকে জানাইনি। পরে অবশ্য যে আশ্রম থেকে ওদের দত্তক নিয়েছিলাম, তারাই অনুরোধ করেন। আমার এমন উদ্যোগের কথা অন্যরা জানলে হয়তো আরও মানুষ অনুপ্রাণিত হতে পারেন।’

শ্রীলীলার ব্যক্তিগত জীবন একটু অন্যরকম। বেঙ্গালুরুর স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্বর্ণলতার মেয়ে তিনি। শোনা যায়, শিল্পপতি শুভকর রাও সুরপানেনির সঙ্গে মায়ের বিচ্ছেদের পরে তার জন্ম। অভিনেত্রী যখন বিনোদনদুনিয়ায় পা রাখেন, তখন তার নামের সঙ্গে সুরপানেনির নাম জুড়েছিল। পরে শ্রীলীলা এবং শিল্পপতি বাবা উভয়েই সেই সম্পর্ক অস্বীকার করেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা। সেখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেন তিনি। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। তবে ২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। ‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে তাকে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url