Privacy Policy - Hungama24 | বিনোদন নিউজ

Breaking

Home Top Ad

Post Top Ad

Privacy Policy

Privacy Policy -  গোপনীয়তা নীতি


অন্যান্য সকলের মতো www.hungama24.com এরও কিছু গোপনীয় নীতি রয়েছে। সেসব নীতি নিয়েই এই নিবন্ধটি। আমাদের এই নীতি শুধুমাত্র এই অনলাইন পোর্টালের জন্য প্রযোজ্য। এই নিবন্ধে উল্লেখিত তথ্য এই পোর্টাল ব্যতিত অন্য কেনো চ্যানেল অথবা মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আশাকরি প্রিয় পাঠকগন আমাদের প্রাইভেসি পলিসির সঙ্গে একমত হবেন এবং শর্তাবলীগুলো মেনে চলবেন। 

www.hungama24.com কোনো পাঠক বা ভিজিটরের কোনোরকম ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না। যদি কোনোভাবে কোনো মাধ্যমে আমাদের প্লাটফর্ম ব্যবহার করে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনো প্রকার তথ্য জানতে চাওয়া হয়, তাহলে হাঙ্গামা ২৪ এর ইমেইলে যোগাযোগ করার অনুরোধ করা হইলো।

বিনোদন জগতের বাংলা ভাষায় সবচেয়ে বড় ও সমৃদ্ধ ওয়েব সাইট হচ্ছে হাঙ্গামা২৪ (www.hungama24.com)। এখানে সিনেমা সম্পর্কিত সকল সংবাদ, সিনেমা পর্যালোচনা, বিনোদন অঙ্গনের তারকাদের জীবনী ও জীবনাচার, অভিনেতা এবং অভিনেত্রীর সাক্ষাৎকার প্রকাশ করা হয়। সেক্ষেত্রেও আমাদেরও রয়েছে বেশ কিছু নীতিমালা। সেগুলো হলো-

* সংবাদ সংক্রান্ত নীতিমালা
) হাঙ্গামা২৪-এ প্রকাশিত সকল সংবাদের স্বত্ব আমাদের ওয়েবসাইট বহন করবে। তবে সিনেমা পর্যালোচনা ও আলোচনা-সমালোচনামূলক নিবন্ধগুলোর স্বত্ব সম্পূর্ণ লেখকের নিজের। হাঙ্গামা২৪ কর্তৃপক্ষ কখনো লেখকের লেখার স্বত্ব দাবি করে না। 

) প্রকাশিত লেখার স্বত্ব লেখকের হলেও; হাঙ্গামা২৪ কর্তৃপক্ষ বিশেষ প্রয়োজনে যেকোনো লেখার আংশিক বা পুরোপুরি পরিবর্ধন, পরিমার্জন, সম্পাদন বা মুছে ফেলার পূর্ণ অধিকার রাখে। এখানে প্রকাশিত যে কোনো লেখা প্রয়োজনে হাঙ্গামা২৪-এর অন্য কোনো সংস্করণ বা মাধ্যমে প্রকাশ করা হতে পারে। সে অধিকার হাঙ্গামা২৪ ধারন করে। 

* মন্তব্য সংক্রান্ত নীতিমালা
) আমরা কারো বাক স্বাধীনতা রুদ্ধ করিনা। তাই এখানে সকলেরই মন্তব্য করার অধিকার রয়েছে। তবে সেসব মন্তব্যের দায় একান্তই মন্তব্যকারীর। এসবের দায় কোনোভাবেই হাঙ্গামা২৪ কর্তৃপক্ষ বহন করবে না। 

প্রকাশিত লেখা ও মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব লেখককেই বহন করতে হবে। এক্ষেত্রে হাঙ্গামা২৪ কোনো দায় বহন করবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad