সালতামামি: বিয়ের পিঁড়িতে বসেছেন যে তারকারা
সালতামামি:
বিয়ের পিঁড়িতে বসেছেন যে তারকারা
দুটি মানুষের একসঙ্গে জীবন কাটানোর সামাজিক স্বীকৃতির নামই বিয়ে। নিজেদের সুখ দুঃখের ভাগিদার হিসেবে সবাই খুজে নেন এমন একজন। যে সারাজীবন একসাথে থাকবে, দুই দেহ এক আত্মা হয়ে কাটিয়ে দেবে আমৃত্যু পর্যন্ত। আর তাই নিজের মানুষটিকে খুজে পেলে প্রায় সবাইই একটা সময়ে বসে যান বিয়ের পিঁড়িতে।
সাধারন মানুষের মতো তারকাদের জীবনেও বেজে ওঠে সুমধুর বিয়ের সানাই। তাদের বিয়েকে কেন্দ্র করে সাধারন মানুষের আগ্রহের পারদ বরাবরই আকাশচুম্বি। ভক্ত-অনুরাগীরা জানতে চান তার প্রিয় তারকার প্রিয় মানুষটির সম্পর্কে। তাদের জন্য হাঙ্গামা২৪-এর 'সালতামামি-২০২১' বিভাগের আজকের এই প্রতিবেদন। আসুন দেখে নেয়া যাক এবছর কোন কোন তারকা বসেছেন বিয়ের পিঁড়িতে, বেধেছেন নতুন ঘর।
হাবিব ওয়াহিদ |
হাবিব ওয়াহিদ
বছরের শুরুতে অর্থাৎ ১২ জানুয়ারি নিজের বিয়ের খবর সামনে আনেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসে মডেল আফসানা চৌধুরী শিফাকে বিয়ে করেছেন এই গায়ক। শিপা মূলত ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি মডেলিংয়ে আগ্রহী তিনি।
এর আগে ২০০৩ সালে হাবিব ওয়াহিদ লুবায়নাকে প্রথম বিয়ে করেন। সে সংসার ভেঙ্গে গেলে ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারের পছন্দেই ফের বিয়ে করেন। হাবিবের দ্বিতীয় স্ত্রী ছিলেন চট্টগ্রামের মেয়ে রেহান। সে সংসারও টেকেনি, ২০১৭ সালের ১৯ জানুয়ারি ভেঙে যায় তাদের ঘর।
সাজিয়া সুলতানা পুতুল |
পুতুল
গত ১৪ এপ্রিল ঘরোয়া আয়োজনে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। তার নতুন বর সৈয়দ রেজা আলী অস্ট্রেলিয়ার একটি ব্যাংকে কর্মরত আছেন। পাশাপাশি তিনি একজন গিটারিস্টও।
এর আগে ২০১৯ সালের ২০ মার্চ কানাডা প্রবাসী আলোকচিত্রী ইসলাম নুরুলের সঙ্গে ঘর বেধেছিলেন এই সংগীতশিল্পী। এক বছর না পেরোতেই মত ও আদর্শিক দ্বন্ধের কারনে বিচ্ছেদ হয় তাদের। তবে বিষয়টি সামনে আসে তাদের বাগদানের দুই বছর পূর্তির মাত্র ৬ দিন আগে। অর্থাৎ এ বছরের ১৪ মার্চ।
মাহবুবা ইসলাম রাখি |
মাহবুবা ইসলাম রাখি
লাক্সতারকা মাহবুবা ইসলাম রাখি। ক্যারিয়ার শুরু হতে না হতেই প্রায় আট বছর আগে শোবিজ ছেড়ে পাড়ি জমান সুদূর অস্ট্রেলিয়ায়। সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন একসময়ের জনপ্রিয় এই মডেল। সেখানে বসেই ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের সঙ্গে প্রেমে জড়ান রাখি। দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় প্রেম করে এ বছরের ১৯ মে বাগদানের মাধ্যমে সম্পর্কের পূর্ণতা দেন তারা। এরপর দুই পরিবারের সম্মিলনে ২১ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।
নাজমুন মুনিরা ন্যানসি |
নাজমুন মুনিরা ন্যান্সি
এ বছরের আগস্টের শেষ সপ্তাহে জীবনের নতুন অধ্যায় শুরু করেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। যদিও এর আগে আরো দুবার এ অধ্যায় শুরু করেছিলেন এই শিল্পী। তবে তা স্থায়ী হয়নি। এটি তার তৃতীয় বিয়ে। গত বছর ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন ন্যান্সি। সে গানটি লিখেছিলেন গীতিকবি মহসীন মেহেদী। সেই গানের সুবাদে পরিচয়, অতঃপর তাদের মধ্যে হৃদ্যতা গড়ে ওঠে। এরপরই দুজন বিয়ে করে ঘর বাধেন তারা।
এর আগে ন্যান্সি ২০১৩ সালের ৪ মার্চ দ্বিতীয় বারের মতো বিয়ে করেছিলেন নাজিমুজ্জামান জায়েদকে। তিনি প্রথমবার বিয়ে করেন ২০০৬ সালে। তখন ভালোবেসে বিয়ে করেছিলেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। কিন্তু সে ভালোবায় ছেদ পরে মাত্র ৬ বছরের মাথায়। অতঃপর ২০১২ সালের ২৪ মে তাদের বিচ্ছেদ হয়।
জিয়াউল ফারুক অপূর্ব - শাম্মা দেওয়ান |
জিয়াউল ফারুক অপূর্ব
২০১০ সালের ১৯ আগস্ট পালিয়ে গিয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। মাত্র ৬ মাসের সে সংসার ভেঙ্গে যায় তাদের। পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স নেন তারা। আবার ৬ মাসের মাথায়, অর্থাৎ ২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতির সঙ্গে দ্বিতীয় বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেতা। টিকলো না এ সংসারও। ব্যক্তিগত কারণ দেখিয়ে ৯ বছরের সংসারের ইতি টানেন তারা। তবে বিচ্ছেদের তারিখ না জানালেও ২০২০ সালের ১৭ মার্চ বিচ্ছেদের কথা জানান অদিতি। তাদের ‘আয়াশ’ নামের এক পুত্র সন্তান রয়েছে।
এবার চলতি বছরের ২ সেপ্টেম্বর তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার বর্তমান স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ান। এটি শাম্মার দ্বিতীয় বিয়ে।
বারিশ হক |
বারিশ হক
বারিশ হক একাধারে মডেল, উপস্থাপিকা ও নৃত্যশিল্পী। তিনি গত ১০ সেপ্টেম্বর দীর্ঘদিনের প্রেমিক আলভী রায়হান সীমান্তর সঙ্গে বাগদান সারেন। এরপর অক্টোবর মাসে বিয়ের কার্য সম্পাদন করেন। আলভী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে বর্তমানে একটি ই-কমার্স কোম্পানিতে কর্মরত রয়েছেন।
মাহিয়া মাহি |
মাহিয়া মাহি
গোপনে দীর্ঘদিন প্রেমের পর চলতি বছর তৃতীয় বিয়ের খবর দেন নায়িকা মাহিয়া মাহি। চলতি বছরের ১৩ সেপ্টেম্বর মধ্য রাতে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করে বিয়ের কথা জানান এই নায়িকা।
এর আগে ২০১৫ সালের ১৫ মে ম্যারেজ রেজিস্টারের মাধ্যমে শাওন নামের একজনকে বিয়ে করেন মাহি। যদিও তা বরাবর অস্বিকার করেছেন এই নায়িকা। এরপর ২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন তিনি। নানা নাটকিয়তার পর চলতি বছরের ২৪ মে বিচ্ছেদের খবর জানান তারা।
বিদ্যা সিনহা মিম |
বিদ্যা সিনহা মিম
গত ১০ নভেম্বর ছিলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন। একই দিনে বেসরকারি ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে বাগদান সারেন এই অভিনেত্রী। জানা যায় দীর্ঘ ছয় বছর যাবত প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তারা। এখন পরিবারের সম্মতিতেই খুব শিগগিরই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মিম।
ইলিয়াস-সুবাহ |
ইলিয়াস-সুবাহ
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেম নিয়ে তুমুল আলোচনায় এসেছিলেন অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। নাসিরের পর তিনিও এবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। চলতি মাস ডিসেম্বরের ১ তারিখ কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনকে ভালোবেসে বিয়ে করেন তিনি। দুই পরিবারের উপস্থিতিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দুই তারকা। বর্তমানে রাজধানীর বনানী এলাকায় নতুন সংসার সাজিয়েছেন সুবাহ-ইলিয়াস।
হাঙ্গামা২৪.কম