Aisha Sharma : ঘুম কেড়ে নিলেন আয়েশা

ঘুম কেড়ে নিলেন আয়েশা
ঘুম কেড়ে নিলেন আয়েশা

ঘুম কেড়ে নিলেন আয়েশা


বলিউডের তরুণ অভিনেত্রী আয়েশা শর্মা। ২০১৮ সালে হিন্দি ভাষার সিনেমা ‘সত্যমেব জয়তে’র মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। এই সিনেমায় জন আব্রাহামের বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই অভিনেত্রি। এরপর অবশ্য তাকে সিনেমায় আর দেখা যায়নি, তবে অভিনয় করেছেন বেশকিছু মিউজিক ভিডিও ও ওয়েব সিরিজে।

আয়েশা মুলত একজন মডেল। তাকে প্রথম দেখা যায় আয়ুষ্মান খুরানার ইক ওয়ারি শিরোনামের একটি মিউজিক ভিডিওতে। এরপর ল্যাকমে ও পেপসি সহ বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের এম্বাসেডর হিসেবেও কাজ করেন আয়েশা। সে ধারাবাহিকতায় ২০১৬ সালে কিংফিশার ক্যালেন্ডার গার্ল হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তিনি। 

তরুণ এই অভিনেত্রী সামাজিক মাধ্যমেও বেশ সরব। তথ্য-প্রযুক্তির এই যুগে অন্যান্য তারকাদের মতো আয়েশাও যুক্ত রয়েছেন বেশ কিছু প্লাটফর্মে। সেগুলোয় নিজের ব্যক্তিগত জীবন ও পেশাদার জীবনের নিয়মিত আপডেট শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সম্প্রতি সামাজিক মাধ্যম ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নিজের কিছু উষ্ণ ছবি শেয়ার করেছেন আয়েশা। তার এই নতুন পোষ্ট যেনো ঘুম কেড়ে নিয়েছে নেটাগরিকদের। 

ইন্সটাগ্রামের ঐ পোস্টে দেখা যায়, বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন আয়েশা। একটি নীল মনোকিনিতে সেজেছেন তিনি। বিছানায় বসে বিভিন্ন এঙ্গেলে পোজ দিয়ে ছবি তুলেছেন এই অভিনেত্রী। আর তার এমন উষ্ণতার আগুনে যেনো জ্বলে খাক হচ্ছে নেটিজেনরা। তারই প্রমান মিলেছে সেই পোস্টের লাইক কমেন্টের বন্যায়। 

আয়েশা নিয়মিতই ইন্সটাগ্রাম হ্যান্ডেলে তার উষ্ণ রুপের উপস্থাপন করেন। মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের ফটোশুটের ছবি এবং রিল ভিডিও পোস্ট করেন তিনি। এগুলোর প্রায় সবগুলোই বোল্ড ও সাহসী অবতারের ফটোশুট। যা ইতোমধ্যেই ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। বর্তমানে এটাই তার চর্চায় থাকার অন্যতম মাধ্যম।

হাঙ্গামা/অভিজিৎ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url