Web Series : ভুলেও পরিবার নিয়ে দেখবেন না এই সিরিজগুলো
![]() |
| ভুলেও পরিবার নিয়ে দেখবেন না এই সিরিজগুলো |
ভুলেও পরিবার নিয়ে দেখবেন না এই সিরিজগুলো
বর্তমানে বিনোদন অঙ্গনের অন্যতম সংযোজন হচ্ছে ওয়েব সিরিজ। ওটিটি প্লাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিরিজগুলো দিনকে দিন হয়ে উঠছে জনপ্রিয়। আগে যেমন দর্শকরা অপেক্ষায় থাকতো নতুন সিনেমা ও টেলিভিশন ধারাবাহিকের, তেমনি এখন তাদের অপেক্ষা ওয়েব সিরিজকে কেন্দ্র করে। আর হালের জনপ্রিয় এই অনুষঙ্গ ঠিকঠাক মাত করে চেলেছে তাদের দর্শকদের। বিভিন্ন ভাষার এসব সিরিজ টেক্কা দিতে শুরু করেছে সিনেমাকেও।
অতিমারি করোনায় যখন মানুষ ঘরবন্দী, ঠিক তখন অনলাইন ভিত্তিক এসব সিরিজই সাধারণ মানুষের বিনোদনের একমাত্র মাধ্যম হয়ে ওঠে। সেই সাথে পাল্লা দিয়ে তৈরি হয়েছে অসংখ্য ওটিটি প্লাটফর্মের। এসব প্লাটফর্মের প্রধান আকর্ষণ হচ্ছে ওয়েব সিরিজ। তবে সম্প্রতি সময়ের কিছু ওয়েব সিরিজ যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি তৈরি করেছে বিতর্কও।
এসব সিরিজে অভিনেতা অভিনেত্রীর সাহসী দৃশ্যের অভিনয় প্রশ্ন তুলেছে অশালিনতার। অনেকেই প্রশ্ন তুলেছেন, এসব সিরিজ কি সবাইকে নিয়ে দেখা সম্ভব? অনেকে আবার উত্তরে ব্যাখ্যা দিয়েছেন, এসব দৃশ্য গল্প বহির্ভুত নয়। গল্প যদি বিছানার দৃশ্য ডিমান্ড করে তাহলে তো অবশ্যই সেসব দৃশ্য রাখতে হবে। কিন্তু এগুলো দেখার ক্ষেত্রে আমাদের পরিবারের সদস্যদের সাথে না রাখাই ভালো।
তেমনই কিছু ওয়েব সিরিজ মুক্তি দেয়া হয়েছে ভারতীয় ওটিটি প্লাটফর্ম ‘এমএক্স প্লেয়ারে’। যা আপনারা ভুল করেও পরিবারের সবাই মিলে একসাথে দেখবেন না। এই প্লাটফর্মে প্রকাশিত সিরিজগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সিরিজ হলো ‘হ্যালো মিনি’। এই সিরিজ যেমন সাসপেন্সে ভরপুর, ঠিক তেমনি রয়েছে বিভিন্ন এঙ্গেলের সাহসী দৃশ্য। এই সিরিজ পরিবার নিয়ে দেখা মোটেও শোভনীয় হবে না। তবে বিতর্কিত এই সিরিজটি এমএক্স প্লেয়ারে সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারবেন।
বেশ কয়েক বছর আগে এমএক্স প্লেয়ারে মুক্তি পেয়েছিল ‘মাস্তরাম’ নামের একটি ওয়েব সিরিজ। প্রকাশের দিক থেকে পুরোনো হলেও এর চাহিদা এখনো কমেনি। এই সিরিজের প্রায় পুরোটা জুড়েই রয়েছে অভিনেত্রীদের লাস্যময়ী ভঙ্গির রগরগে দৃশ্য। যা ঘুম কেড়ে নিয়েছে লাখ লাখ নেটিজনতার। এই সিরিজে রানী চ্যাটার্জী ও অংশুমান ঝাঁয়ের একাধিক সাহসী দৃশ্যের উপস্থাপন করা হয়েছে। ২০২০ সালে মুক্তি পাওয়া এই সিরিজ এমএক্স প্লেয়ারে এখনো রয়েছে ট্রেন্ডিংয়ে।
এমন বিতর্কিত ওয়েব সিরিজের তালিকায় যুক্ত হয়েছে নতুন সিরিজ ‘আশ্রম ৩’। এই সিরিজে একদিকে যেমন রয়েছে টানটান সাসপেন্স, ঠিক তেমনি এই সিরিজের পর্দা মাত করেছেন উষ্ণতার রানীখ্যাত এশা গুপ্তা ও তৃধা। তাদের একাধিক বিছানা দৃশ্যে আটকে আছেন তরুণ নেট জনতার আগ্রহ।
হাঙ্গামা/অভিজিৎ
