Shakib Khan : মাঝরাতে শাকিব খানের বাড়িতে হামলা

মাঝরাতে শাকিব খানের বাড়িতে হামলা
মাঝরাতে শাকিব খানের বাড়িতে হামলা

মাঝরাতে শাকিব খানের বাড়িতে হামলা


ঢালিউড সুপারস্টার শাকিব খান বেশ অনেকদিন ধরেই রয়েছেন আলোচনায়। ব্যাক্তিগত জীবনে গোপনে বিয়ে-সন্তান ফের প্রেমের গুঞ্জনসহ নানা বিষয় নিয়ে তিনি রয়েছেন বিতর্কে। পাশাপাশি দীর্ঘদিন ধরে ক্যামেরার সামনে ছিলেন না দেশ সেরা এই নায়ক। হাতে ছিলোনা উল্লেখজনক কোনো কাজ। তার ভক্তরাও এতে বিরক্ত হয়ে গিয়েছিলেন। 

অবশেষে সব বিতর্ক মাথায় নিয়েই ফিরলেন কাজে। সম্প্রতি নতুন একটি সিনেমার শুটিংয়ের জন্য তরুণ অভিনেত্রী জাহারা মিতুর সঙ্গে জুটিবদ্ধ হয়ে দাড়িয়েছেন ক্যামেরার সামনে। যখনই সকল আলোচনা-সমালোচনাকে থোরাই কেয়ার করে কাজে ফিরলেন নায়ক, ঠিক তখনই রাতের অন্ধকারে হামলা হলো তার বাড়িতে।

বৃহস্পতিবার দিবাগত রাতে শাকিব খানের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গাজীপুরের পূবাইলে তার ‘জান্নাত’ নামের বাড়িটিতে মাঝরাতে এই হামলার ঘটনা ঘটে। ওই হামলায় কোনো ক্ষতি হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, মধ্যরাতে আনুমানিক দেড়টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িটিতে হামলা চালায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

‘জান্নাত’ নামের ওই বিলাসবহুল বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় বলে জানা গেছে। সেখানে গত কয়েক বছর ধরে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওয়ের শুটিং হচ্ছে। সেখানে শুটিং সংশ্লিষ্ট বিভিন্ন মূল্যবান আসবাবপত্র রয়েছে। এ বিষয়ে পূবাইল থানার ওসি জাহিদুর রহমান বলেন, ‘‘ফোনে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। এই শুটিং রিসোর্টে চুরির চেষ্টার কিছু আলামত আমরা জব্দ করেছি। তদন্ত এখনো চলছে।’’ 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িটির ভেতরে-বাইরে নিরাপত্তার জন্য কোনো নিরাপত্তা লাইট, সিসি ক্যামেরা নেই। নিরাপত্তাকর্মীদেরও দেখা যায়নি। শুধু গেটের বাইরে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশের কথা ও কেয়ারটেকার সম্রাটের মোবাইল নাম্বারটি লেখা রয়েছে। কিন্তু অনুমতি নেওয়ার কোনো লোকই খুঁজে পাওয়া যায়নি।

হাঙ্গামা/ধ্রুব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url