Pori Moni : আগুন লেগেছে পরীমনির সংসারে; নেপথ্যে মিম!

আগুন লেগেছে পরীমনির সংসারে; নেপথ্যে মিম!
আগুন লেগেছে পরীমনির সংসারে; নেপথ্যে মিম!

আগুন লেগেছে পরীমনির সংসারে; নেপথ্যে মিম!


ঢালিউড অভিনেত্রী পরীমনি ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে। সংসারও পেতেছিলেন সবার অজান্তে। অন্তঃস্বত্ত্বা হওয়ার পর বিয়ে ও সংসারের কথা প্রকাশ্যে আনেন দুজনই। এরপর দুই পরিবারের সবাই মিলে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেন তাদের। 

ভালোই চলছিলো পরী-রাজের সংসার। হঠাৎ যেনো সেই সুখের সংসারে আগুন লাগলো। প্রশ্ন উঠেছে এ সংসার বেশিদিন টিকবে কিনা? সম্প্রতি পরীমনির ফেসবুকে দেয়া একটি স্টাটাসে সে রকমই ধারণা করছেন নেটিজনতা। তার স্ট্যাটাসে স্পষ্ট বোঝা যায়, তার সংসারে আগুনের নেপথ্যে রয়েছেন ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। 

গত ৯ নভেম্বর (বুধবার) দিবাগত রাত সোয়া ২টায় পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি স্পষ্টভাবেই পরিচালক রায়হান রাফি, অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম, আর নিজের স্বামী শরিফুল রাজের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। ওই পোস্টে রায়হান রাফিকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘‘সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখি।’’

এদিকে ১০ নভেম্বর বিদ্যা সিনহা মিমের জন্মদিন। এদিনে তাকে জন্মদিনে শুভেচ্ছা না জানিয়ে তাকে উদ্দেশ্য করে পরী লেখেন, ‘‘নিজের জামাইকে নিয়া সন্তুষ্ট থাকা উচিত ছিল।’’ আর শরীফুল রাজের উদ্দেশ্যে লেখেন, ‘‘এটা এত দূর গড়াতে দেয়া উচিত হয়নি তোমার।’’

তার এই বিষ্ফোরক পোস্টের কারণে মিমের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলেছেন নেটিজেনরা। একই সঙ্গে পরিচালক রায়হান রাফিকেও দালাল হিসেবে আখ্যা দিচ্ছেন তারা। এ অবস্থায় ‘মাথা গরম না করে সবাইকে ভুল সংশোধনের সুযোগ’ দিতে পরীমনিকে পরামর্শ দিচ্ছেন কেউ কেউ।

পরীর ওই স্ট্যাটাসের নিচে সাইবার ক্রাইমের এডিসি নাজমুল ইসলাম কমেন্ট করে অনুরোধ করেন স্ট্যাটাসটি ডিলেট করতে। কমেন্টেসে তিনি লিখেছেন, ঘরের বিষয়টি ঘরেই সমাধান করা উচিত। সবার সম্মানবোধ আছে। পরী তার কমেন্টে রিপ্লাই দিয়ে জানান, বিষয়টি আর ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি বাইরের বিষয় হয়ে গেছে, তাই স্ট্যাটাস নামিয়ে দেয়া সম্ভব নয়। এ থেকে ধারণা করা হচ্ছে, পরীমনি ব্যক্তিজীবন নিয়ে অনেক সমস্যায় রয়েছেন। তাই নিজের সংসার বাঁচাতে তার এই স্ট্যাটাস।

এদিকে পরীর এই পোস্টের পাল্টা পোস্টও করেছেন বিদ্যা সিনহা মিম। সেখানে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে মিম জানিয়েছেন, প্রমাণ ছাড়া কোনো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। ১০ নভেম্বর বিকেলে দেয় স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘‘জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরণের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে।’’

তিনি আরো লেখেন, ‘‘শিক্ষক বাবার আদর্শ ও মায়ের শেখানো সততাকে সঙ্গী করে দারুণ কিছু কাজ করার চেষ্টার মধ্য দিয়ে ভক্ত-শুভাকাঙ্খিসহ সবার মন জয়ের চেষ্টা করছি প্রতিনিয়ত। কখনোই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দেইনি যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, বেড়ে ওঠেছি কোন ধরণের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন- এখন যে বা যারা কোনো ধরনের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই।’’

হাঙ্গামা/মৃদুলা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url