Anushka Sharma : অনুষ্কার লুক দেখেই বেহুশ ভক্তরা!
![]() |
Anushka Sharma: আনুষ্কার লুক দেখেই বেহুশ ভক্তরা! |
অনুষ্কার লুক দেখেই বেহুশ ভক্তরা!
ভারতের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা। এই পরিচয়কে ছাপিয়ে গিয়েছে তার পারিবারিক পরিচয়। কারণ তিনি ভারতীয় ক্রিকেটের প্রাণ বিরাট কোহলির স্ত্রী। আর তাই বিভিন্ন ইস্যুতেই খবরের শিরোনামে থাকেন আনুষ্কা।
বিরাট কোহলির ভক্তের সংখ্যা আকাশ ছোঁয়া। শুধু নিজ দেশের মাটিতেই নয়, ক্রিকেট বিশ্বের প্রায় সব দেশেই রয়েছে তার ভক্ত অনুরাগি। ভারতীয় ক্রিকেটের এই মেরুদন্ডের সাথে বিয়ে হওয়ায় আনুষ্কারও ফ্যান, ফলোয়ার বেড়েছে বহুগুন। যারা কোহলিকে ভালোবাসেন তাদের প্রায় সবাই আনুষ্কাকেও পছন্দ করেন। সে চিত্র নিয়মিতই দেখা যায় বিরুষ্কার সামাজিক মাধ্যম একাউন্টগুলোতে। তারা কোনো ছবি-ভিডিও পোস্ট করার সাথে সাথেই অফুরন্ত ভালোবাসা নিয়ে তাতে ঝাপিয়ে পরেন নেটিজেনরা। এবার সেই ভক্তদেরই হুঁশ উড়িয়ে দিয়েছেন আনুষ্কা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে আনুষ্কা শর্মার লুক দেখেই প্রায় বেহুশ হয়েছেন ভক্ত অনুরাগিরা। ভিডিওটি ২০১৯ সালের একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের। সেখানে সবুজ রঙের একটি নেটের শাড়ী পরে এসেছিলেন আনুষ্কা। শাড়ীর নিচে পরেছিলেন ডিপ নেক কাট স্লিভলেস ব্লাউজ। যার ফলে তার বক্ষ বিভাজিকা ছিল স্পষ্ট। অই অনুষ্ঠানে তোলা অভিনেত্রীর এমন সাহসী লুকের অনেক ছবি ও ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়। আর তা দেখেই দিশেহারা হয়েছেন ভক্তরা।
বেশ কিছুদিন প্রেমের পর কয়েক বছর আগেই মহা ধুমধামে সাত পাকে বাঁধা পড়েন ক্রিকেটার বিরাট কোহলি এবং অভিনেত্রী অনুষ্কা শর্মা। বর্তমানে তাদের জনপ্রিয় এই দম্পত্ত্বির একটি কন্যাসন্তাও রয়েছে। মিষ্টি চেহারার মেয়েটির নাম ভামিকা। দুই অঙ্গনের এই দুই তারকা দম্পত্তি প্রায় সময়ই থাকেন আলোচনায়। সামাজিক মাধ্যমে নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতেও থাকেন তারা।
বিরাট কোহলির কভার ড্রাইভের আলাদা জনপ্রিয়তা রয়েছে ক্রিকেট বিশ্বে। তেমনি আনুষ্কার আকর্ষনীয় অভিনয়ের কদর সিনেমার দুনিয়ায় কম নেই। আর তাইতো তারা ভক্তদের চর্চার প্রধান উৎস। খেলার মাঠে শক্তিশালী লড়াই কিংবা অভিনয় দক্ষতার জন্যই যে তারা নিয়মিত খবরের শিরোনাম হন, তা নয়। ক্যারিয়ারের বাইরে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েও লাইমলাইটে আসেন তারা। অনুষ্কার সাথে মাখামাখির ছবি পোস্ট করলেই তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় পুরো দুনিয়ায়।
হাঙ্গামা/অভিজিৎ