Sonia : এতোদিন কোথায় ছিলেন নায়িকা সোনিয়া?

এতোদিন কোথায় ছিলেন নায়িকা সোনিয়া?
এতোদিন কোথায় ছিলেন নায়িকা সোনিয়া?

এতোদিন কোথায় ছিলেন নায়িকা সোনিয়া?


ঢাকাই সিনেমার একসময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা সোনিয়া। নব্বই দশকের শুরুর দিকে চলচিত্রে তার অভিষেক হলেও শোবিজ অঙ্গনে তার যাত্রা হয়েছে অনেক আগেই। সিনেমায় অভিনয়ের আগে শিশু নৃত্যশিল্পী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। সেসময় প্রায় নিয়মিতই বিটিভির নৃত্যানুষ্ঠানে দেখা যেত তাকে।

১৯৯১ সালে ‘মাস্তান রাজা’ নামের একটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন সোনিয়া। ঠিক এর পরের বছরই ‘প্রেমশক্তি’ সিনেমায় প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি। এই ছবিতে তিনি চিত্রনায়ক বাপ্পারাজের বিপরীতে অভিনয় করেন। এই ছবিটি ব্যবসায়িকভাবে সুপারহিট হওয়ায় আর থেমে থাকতে হয়নি সোনিয়াকে। 


এরপর একের পর এক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। প্রয়াত সুপারস্টার জসিম, সালমান শাহ ও মান্নার মতো হিরোদের সাথেও পর্দা ভাগ করেছেন সোনিয়া। অকালপ্রয়াত মহানায়ক সালমান শাহের ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমায় অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আকাশ ছোঁয়া জনপ্রিয়তা নিয়ে একাধারে পঞ্চাশের অধিক সিনেমায় অভিনয় করেছেন সোনিয়া।

জনপ্রিয়তার উচ্চ শেখরে থাকা স্বত্ত্বেও অনেক আগেই পর্দার জীবন থেকে চুপিসারে বিদায় নিয়েছেন এই অভিনেত্রী। ঢাকাই সিনেমা অশ্লীলতার জোয়ারে যখন ডুবতে বসেছিলো, সেসময় অন্যান্য শিল্পীদের মতো তারও কদর কমতে শুরু করে। তাই একপ্রকার বাধ্য হয়েই কয়েকটি অশ্লীল সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে তা তেমন সাড়া ফেলতে না পারায় চুপচাপ সরে যান পর্দার আড়ালে। 


এরপর প্রায় দেড় যুগ ধরে তার কোনো খবর শোবিজ অঙ্গনের কারো জানা ছিলো না। অনেকেরই প্রশ্ন ছিলো ‘হঠাৎ কোথায় উধাও হলেও নায়িকা সোনিয়া?’ এবার সব প্রশ্নের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সামনে আসছেন চিত্রনায়িকা সোনিয়া। সে খবর গনমাধ্যমে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস। জানা গেছে, একসময়ের জনপ্রিয় এই নায়িকা এতোদিন দেশ ছেড়ে বহুদূরে বসবাস করেছেন। দেড় যুগ পর মাটির টানে দেশে ফিরছেন তিনি। এমন খবরে সিনেমা পাড়ার মানুষের প্রশ্ন ‘এতোদিন কোথায় ছিলেন, কি করেছেন নায়িকা সোনিয়া?’

এই অভিনেত্রী চুপিসারে সিনেমা অঙ্গনকে বিদায় জানিয়ে মনোযোগী হয়েছিলেন ব্যক্তিগত জীবনে। তবে বছর খানেক আগে সিলেটের এক লন্ডন প্রবাসীকে বিয়ে করেছেন তিনি। আর বিয়ের সুবাদে লন্ডনেই থিতু হয়েছেন সোনিয়া। এতোদিন সিনেমা ইন্ডাস্ট্রির হাতেগোনা কয়েকজন মানুষ ছাড়া তেমন কারো সঙ্গেই যোগাযোগ রাখেননি তিনি। পর্দার আলো ঝলমলে জিবন ছেড়ে ব্যস্ত হয়েছেন ধর্মকর্মে।


দীর্ঘ ১৮ বছর ধরেই বিদেশের মাটিতে রয়েছেন সোনিয়া। এতোদিনে এক বারের জন্যও দেশে আসা হয়নি তার। দেড় যুগ পর সম্প্রতি দেশে ফিরেছেন সালমান শাহের এই নায়িকা। জানা গেছে, গত ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) অল্প কয়েকদিনের জন্য দেশে এসেছেন তিনি। বর্তমানে স্বামী ছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঢাকাতেই রয়েছেন। আগামী ১১ জানুয়ারি ফের লন্ডনে উড়াল দেবেন তিনি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, এখন আর অভিনয় ফেরার আগ্রহ নেই তার। অথচ একসময় সালমান শাহ, রিয়াজ, বাপ্পারাজসহ জনপ্রিয় সব নায়কদের সঙ্গে অভিনয় করে দর্শকপ্রিয়তার শীর্ষে পোঁছে গিয়েছিলেন সোনিয়া। শুধু সিনেমা নয়, টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি পন্যের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন সোনিয়া।

হাঙ্গামা/ধ্রুব
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url