Sabnam Faria : “তালাকপ্রাপ্ত মানেই সহজলভ্য নয়”
![]() |
| Sabnam Faria - শবনম ফারিয়া |
তালাকপ্রাপ্ত মানেই সহজলভ্য নয়
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি বরাবরই ঠোঁটকাটা স্বভাবের। কোনো কিছু রাখ-ঢাক না রেখে যখন যা মনে আসে সেটা তখনই বলে ফেলেন অবলীলায়। এতে কে কি বললো, না বললো তার ধার ধারেন না তিনি। সামাজিক অবক্ষয় ও সাইবার বুলিং নিয়েও সরব এই অভিনেত্রী। দুষ্টু নেটিজেনদের নোংড়ামি নিয়েও কথা বলেছেন বেশ কয়েকবার। এবার তালাকপ্রাপ্ত নারীদের প্রসঙ্গে কথা বললেন তিনি।
গত ৯ নভেম্বর (বুধবার) নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে একটি পোস্ট করেন শবনম ফারিয়া। সেখানে সমাজের ডিভোর্সী নারী ও তার আশেপাশের মানুষের ভাবনা বিষয়ক কিছু কথা তুলে ধরেছেন তিনি। এমনকি তার সেই পোস্টে নোংরাচিন্তার মানুষদেরকে শাসিয়েছেনও এই অভিনেত্রী।
ফেসবুক পোস্টে ফারিয়া বলেন, “আমাদের আশেপাশে এমন কিছু মানুষজন আছেন যারা ভাবেন, যদি কেউ তালাকপ্রাপ্ত হয় তবে তারা ‘সহজলভ্য’। ডিভোর্সি নারী মানেই সহজলভ্য নয়। এতে কারো মান কমে যায় না। না বন্ধু, ডিভোর্স তার মান কমায় না! এমনকি যদি তার বিবাহবিচ্ছেদ হয় তবে সে তার মানের অন্তর্গত কাউকে খুঁজে পাবে।”
সামাজিক মাধ্যমের এই পোস্টে সঙ্গীর যোগ্যতার বিষয়টিও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘‘যোগ্যতার মধ্যে রয়েছে ব্যক্তির শিক্ষা, পারিবারিক পরিচয়, উপার্জন, চেহারা, উচ্চতা সবকিছু।’’
ডিভোর্সি প্রসঙ্গে করা সামাজিক সচেতনতামূলক এই পোস্টে অনেকেই তার সাথে সহমত পোষন করেছেন। তার ভক্ত ও শুভাকাঙ্খিরাও লাইক কমেন্ট করে তাদের মতামত জানিয়েছেন। কিন্তু কোনো এক অজানা কারণে শবনম ফারিয়া তার এই আলোচিত পোস্টটি মুছে ফেলেছেন। কেনো তিনি এমন করেছেন তা স্পষ্ট করেননি এই অভিনেত্রী।
উল্লেখ্য, মাত্র অল্পকিছুদিন আগে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন ভারতের কাশ্মিরে। সেখানে গিয়ে তুলেছেন নানা ছবিও। তা ভক্ত অনুরাগিদের সাথে শেয়ারও করেছেন তিনি। অনেকদিন ধরে বড় পর্দায় তার উপস্থিতি না থাকলেও ব্যস্ত আছেন ছোট পর্দায়। সর্বশেষ তাকে দেখা গেছে ‘হোটেল নিরিবিল’ নামের একটি নাটকে। এতে তিনি অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন।
হাঙ্গামা/ধ্রুব
