Srabanti Chatterjee : ‘‘ওরা আমায় নিয়ে আনন্দ পায়’’

‘‘ওরা আমায় নিয়ে আনন্দ পায়’’
‘‘ওরা আমায় নিয়ে আনন্দ পায়’’

‘‘ওরা আমায় নিয়ে আনন্দ পায়’’


টালিগঞ্জের একাধারে জনপ্রিয় ও সমালোচিত চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। বরাবরের মতো বেশ ক-বছর ধরেই ব্যক্তিগত জীবন ও তার চলাফেরা নিয়ে রয়েছেন আলোচনায়। এই অভিনেত্রী প্রায়ই বিভিন্ন ইস্যুতে স্থান পান সংবাদ শিরোনামে। ফের তিনি উঠে এসেছেন হেডলাইনে। তবে এবার সিনেমার ব্যস্ততা নিয়েই আলোচনায় রয়েছেন তিনি। 

বর্তমানে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন তার নতুন সিনেমা ‘হাঙ্গামা ডট কম’-এর শুটিং নিয়ে। এ সিনেমার কাজের চাপে বেশ কিছুদিন ধরে একদমই সময় বের করতে পারছেন না শ্রাবন্তী। এমনকি সংবাদকর্মীদের ডাকেও সারা দিতে পারছিলেন না তিনি। তবে এবার শুটিংস্পটেই কাজের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। কথা বলেছেন সিনেমা, ইন্ডাস্ট্রি, ব্যক্তিগত জীবন, নানান আলোচনা ও বিদ্রুপ নিয়ে। কটাক্ষকারিদের স্পষ্ট জবাবও দিয়েছেন তিনি।

গণমাধ্যমে দেয়া সেই সাক্ষাৎকারে নেটিজেনদের বিদ্রুপের প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘‘এসব আমার একদমই ভালো লাগে না। ওরা বরাবরই আমায় নিয়ে কথা বলে আনন্দ পায়, আমি তাদের বিনোদন জোগাচ্ছি। এসব করে অনেকে ইন্টারনেটে রোজগার করেন। কিন্তু তাদের কথা আমি গায়ে মাখিনা। আমার এসব এখন আর গায়ে লাগে না।’’

তিনি বলেন, ‘‘এদের মধ্যে অনেকে আছে যারা আমার কাজের জন্য সমর্থন করেন, ভালোবাসেন। তাই আমি কখনই কাউকে জাজ করি না। আর কে আমাকে জাজ করল তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি শ্রাবন্তী। আর ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায় একটাই হয়’। যার যা খুশি বলুক। যার যত খুশি আমাকে নিয়ে আনন্দ নিক। আমার গসিপ করে রোজগার করুক তাতে আমার কিছু যায় আসে না।’’

শ্রাবন্তীর একমাত্র সন্তান অভিমন্যু চ্যাটার্জি ওরফে ঝিনুক। ছেলের ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন? এমন প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বলেন, ‘‘আপাতত কিছুই ভাবছি না। আগামী বছর ঝিনুক উচ্চমাধ্যমিক দেবে, আগে সেটা দিক। তারপর এসব ভাবা যাবে।’’

উল্লেখ্য, বেশ অনেকদিন ধরেই কলকাতার সিনেমায় অনুপস্থিত শ্রাবন্তী। তাকে সর্বশেষ দেখা গেছে বাংলাদেশের ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমায়। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন শান্ত খান, রজতাভ দত্ত, অমিত হাসান, শিবা শানু প্রমুখ। এর আগে কলকাতায়ও একটি সিনেমায় দেখা গেছে তাকে। যার নাম ‘ভয় পেও না’। তবে ছবি দুটির একটিও বক্স অফিসে তেমন সারা ফেলতে পারেনি।

হাঙ্গামা/প্রিয়াঙ্কা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url